দেশের জিডিপি গ্রোথ বা প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ বলে চাউর হচ্ছে। হতে পারে এই প্রবৃদ্ধি; সন্দেহ করছি না; কারন এর জন্য বংগবন্ধুকন্যা নিরলসভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন।
এই প্রবৃদ্ধি সাত দশমিক শুণ্য পাঁচ কী তার থেকে বেশী অথবা কম; সেটা নিয়ে আমার আপাতত ভাবনা নেই। তবে আশাকরি এই প্রবৃদ্ধি বজায় থাকলে আয়ের স্তরের বদল হতে খুব বেশি সময় লাগবে না।
আমার যেটা জানার আগ্রহ তা হলো দেশে এখন ধর্ষণ আর সংখ্যালঘু নির্যাতনের প্রবৃদ্ধি কেমন?
আমার মনে হয় ধর্ষণ আর সংখ্যালঘু নির্যাতনে এখন যে প্রবৃদ্ধি বিরাজ করছে - তা GDP Growth কে ছাড়িয়ে যাবে। আর এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে "সংখ্যালঘুহীন ধর্ষক রাষ্ট্র" হিসেবে আন্তর্জাতিক খ্যাতি খুব সহসাই পেয়ে যাবে; কোন বেগ পেতে হবে না।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৪