আমার কিছু ঐতিহ্য আছে।যেমন ধরেন সকাল ১২.৩০ এ ঘুম থেকে ওঠা। কিন্তু মানিকগন্জের সকালগুলা বড্ড খারাপ। ৭.৩০ (আমার কাছে তখন মাঝরাত) এ জাগতে হয়। আবার সন্ধ্যা ১২টার মধ্যে ঘুমায়ে যেতে হয়। ছুটির দিনে হলে গিয়েও আর হারানো ঐতিহ্য ফিরায়ে আনতে পারিনা। সবার আগে ঘুম থেকে জেগে বসে থাকি। আর কোন কাজ না থাকায় সারা দিনটাই মেজাজটা খারাপ থাকে। ১ মাস ইচ্ছামত ব্লগাইতে ও পারিনা। ভাবলাম বাসাতে গিয়ে ব্লগাব।কিন্তু সময়ের কাছে ক্লান্তির কাছে বোধহয় আমরা সবাই পরাজিত।
তবে সিদ্ধান্ত নিছিলাম বাড়িতে এসে হারান ঐতিহ্য ফিরায়ে আনতেই হবে। :> কি আর করা ২ দিন তো আমি সূর্যের মুখোদর্শণ করতে পারিনি। ঘুম আর ঘুম।
কিন্তু বাবা-মা এত্ত বেরসিক সাত সকালে কিনা ডাকাডাকি শুরু করছে।
কি আর করা কানের উপর বালিশ চাপা দিয়ে আবার ঘুম। হঠাৎ কি মনে পড়ে ঘুম ভেঙে গেল। আর মনে পড়ল----- আজ তো ঈদ ডিংডং
ততক্ষণে গরু জবাই শেষ। ঘুমের জন্য এ বছর গরুর চেহারাটাই দেখা হলনা্।
তবে এই ভেবে শান্তি যে গরু না দেখতে পেলেও গরুর মাংসটা খেতে ভুল হয়নাই।হে হে
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১২