কে আমার আত্মীয় তা আমার নিয়তিই নির্ধারণ করে দিয়েছে , আর আমি নির্ধারণ করেছি আমার বন্ধু - জ্যাক দেলিল ।
বন্ধুতা বা ফ্রেন্ডশিপ বিষয়টা সর্বকালেই ছিল । কখনো খাতিল্লা ,কখনো দুস্তিয়ালা , কখনো বেয়াইআলা রূপে । বন্ধু ছাড়া জীবন পানসে । প্রতিটা মানুষের জীবনে থাকে এক দঙ্গল বন্ধুর উপস্থিতি । তাদের মধ্যে আবার কেউ থাকে স্পেশাল , বেস্ট ফ্রেন্ড । বেস্ট ফ্রেন্ড নির্বাচনটা একটু জটিল । আপনার বেস্ট ফ্রেন্ড কে? এই প্রশ্নে অনেকেই চিন্তায় পড়ে যান ।
রাত দুটোয় বাসার কাউকে নিয়ে দুরের হাসপাতালে যেতে হবে । একা সব বিষয় সামাল দেয়া কঠিন । তাই সঙ্গে কাউকে চাচ্ছেন , সাথে কাকে নেয়া যায় ? এই ভাবনা মনে উদয় হওয়ার সাথে সাথে যে বন্ধুর কথা আপনার মনে আসবে ধরে নিতে পারেন সে’ই আপনার বেস্ট ফ্রেন্ড ।
বেস্ট ফ্রেন্ডের বাইরে যারা এরাও বেস্টের চেয়ে কম নয় । এদের হরেক জনের নানা চরিত্র । কেউ আছে গৌরিসেন কিসিমের সব সময় খরচ করেই যায় , কাউকে দিয়ে খরচ করানোর মানুষিকতা এদের থাকেনা , কেউ আছে পকেটে ফুটো পয়সা না নিয়েই বাসা থেকে বেরোয় , আবার কেউ থাকে যাদের পকেটই নাই । কেউ আছে খাদক টাইফ , খানা পিনার বিষয়ে এদের ব্যাপক আগ্রহ , দেখা হলেই বলবে দোস্ত কিছু খাওয়া ।
কেউ থাকে চিকন বুদ্ধি সম্পন্ন , নিজের খিদা লাগলে নিজে কিছু বলেনা , আড়ালে নিয়ে খাদকটাকে উস্কানি দেয় , বিলটা যথারীতি গৌরিসেনের ঘাড়ে । গৌরিসেনের পকেটে টাকা না থাকলে এরা ‘বোনের জ্যামিতি বক্স কেনার ৬০ টাকা পকেটে আছে এই নে, কাল দিয়ে দিস’’ বলে হাওলাত দেয় । (আসলে ভুয়া, টাকাটা দাদীর বিছানার নিচ থেকে সরানো)
কিছু আছে যার শরীরে নিজের বলে কিছু নাই , পেন্ট সুমনের , শার্ট মামুনের , কেডস জামানের , অনেক সময় জাইঙ্গাটাও আরেক জনের ।
কিছু বন্ধু আছে ‘’মন শুধু নিতে জানেগো, দিতে জানেনা বন্ধুরে।‘’ মুল বুঝতে হলে আপনাকে মন’এর যায়গায় ‘টাকা’ বসাতে হবে । ধার দেনায় এরা বড়ই এক্সপার্ট ! এদের ধার দেয়া মানে পুরাই সম্প্রদান কারক । এদের কাছে ধারের টাকা ফেরত চাওয়া মানে হাতে ধরে বিপদ ডেকে আনা । এমন করুন ভাবে টাকা না থাকার কারন ব্যাখ্যা করবে নতুন করে আরও ৪০ টাকা এদের ধার না দিয়ে আপনার রক্ষা নাই ।
কিছু আছে বিপদের গন্ধ পেলেই সবাইকে বিপদের মুখে রেখে সটকে পড়ে , পরে ‘দোস্ত পেটে মোচড় দেয়ায় চলে গেছিলাম’’ বলে আবার সার্কেলে ঢুকে যায় । কিছু আছে চাপাবাজ , প্রায় ক্ষমতাধর ব্যাক্তিরাই এদের তালতো ভাইএর খালু শশুরের শালীর ননদের ভাসুরের খালাতো ভাই জাতীয় নিকটাত্মীয় । কিছু আছে আসরের মধ্যমনি যাকে ছাড়া আসর জমেনা , কেউ আছেন ‘মুশকিল আচান বাবা’র মত । যত জটিল সমস্যা নিয়ে এদের কাছে আসেন এরা একটা না একটা সমাধান বের করবেই ।
আর প্রতিটা সার্কেলে লুল একজন থাকবেই , যুদ্ধাপরাধীর ফাঁসি সংক্রান্ত আলোচনাকেও এরা ডাইভার্ট করে প্রেম পিরিতি বা নারী দেহে নিয়ে যায় ।
হালে চালু হয়েছে ফেসবুক ফ্রেন্ড । এই ভার্চুয়াল ফ্রেন্ডসরা অনেক সময় জাগতিক ফ্রেন্ডসদের চেয়েও গুরুত্ত্বপূর্ণ হয়ে উঠছে । এদেরও আছে নানা রকমফের নানা কিসিম । সেটা অন্যদিন অন্য কোন খানে ।
মোট কথা আমাদের জীবনে হরেক রকম ,হরেক চরিত্রের বন্ধুর সান্নিধ্য মিলে । তার মধ্য থেকেই আমাদের ভাল বন্ধু বেছে নিতে হয় । পরিশেষে এ পি যে আব্দুল কালামের একটি উক্তি – ‘’ একটি বই একশটি বন্ধুর সমান.. কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরি ।‘’ বন্ধুত্বের জয় হোক , শুভ ফ্রেন্ডশিপ ডে ।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০১