১৯৮০ সাল পরবর্তীতে আমাদের বাড়ীতে দৈনিক পত্রিকা ইত্তেফাক আর চিত্রালী নিয়মিত রাখা হত ।সেকালে দৈনিক পত্রিকা প্রকাশের পর দিন বিকেলে আমাদের হাতে এসে পৌঁছুতো । পাঠক হিসাবে ছিলাম 'বুকওয়ার্ম', সর্বভুকও । আরেকটি পত্রিকা আসা পর্যন্ত এই পত্রিকাটি পড়ে ত্যানা ত্যানা করে ফেলতাম । হারাইয়াছে , পাত্রী চাই , ধরিয়ে দিন থেকে শুরু করে গন্ধগোকুল তেলের বিজ্ঞাপন কোন কিছুই বাদ দিতাম না । বইএ গল্প ,কবিতা , স্যান্ডেল, চটি , তাফসীর - আমার পাঠ থেকে রেহাই পেতোনা কোন কিছুই । তার পরও দেখা দিত খাদ্য ঘাটতি ।
২০১০ সালে নেট সংযোগ নেয়ার পর কুয়ার ব্যাঙ এই পাঠকটি মহা সমুদ্রে এসে পড়ে । স্টিফেন হকিং'কে নিয়ে গুগল সার্চ দেয়ার পর লিংকটি আমাকে নিয়ে গেল সামহোয়্যারইন ব্লগে । এ এক বিশাল জগৎ ! সাহিত্য, বিজ্ঞান, ধর্ম , কি নেই এখানে । ২০১১ সাল পর্যন্ত ধুমসে পড়েই গেলাম । জ্ঞানী গুণীদের সাথে নিজে লিখবো এই বোধ থেকে নয় , মূলত কমেন্ট করার জন্য রেজিস্ট্রেশন করি ।
সম্ভবত মার্চ বা এপ্রিলে প্রথম পোস্ট দেই । এতে প্রথম মন্তব্য আসে ২০১৩ সালে , দ্বিতীয় ২০১৪ আর তৃতীয় মন্তব্য ২০১৫ সালে । (এখন পর্যন্ত ৩ টাই আছে) শেষ মন্তব্যের রিপ্লাই দিতে যখন যাই তখন দেখেছি এটা ৫ বছরে ২৩ বার পঠিত ।
সামুর পাঠকদের ভালবাসায় বর্তমানে আমার লক্ষাধিকবার পঠিত পোস্টও রয়েছে । সময়ের মহাস্রোতে ৫ বছর তেমন কিছু নয় , কিন্তু দিন, মাস ,ঘণ্টার হিসাবে অনেক দীর্ঘ । এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনেক চমৎকার চমৎকার মানুষ ও লিখকের সাথে পরিচিত হয়েছি । অনেকের সাথে আন্তরিকতার বাড়াবাড়িতে পৌঁছে গেছি চ্যাট থেকে ফোনালাপে । সামুতে নানা সময় নানা চড়াই উৎরাই গেছে , তবে কখনো ছেড়ে যাইনি , লেগে ছিলাম আঠার মত । সামুতে পেয়েছি অনেক দিতে পারিনি কিছুই । দেয়ার সাধ্যও আমার নাই । না ই থাক , কিছু কিছু ক্ষেত্রে ঋণী হয়ে থাকতে ভাল লাগে ।
সামুতে আমার পাঠক নন্দিত সিরিজ ''প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন।'' আনন্দের সহিত জানাচ্ছি যে , এই সিরিজটি নিয়ে প্রথম শ্রেণীর একজন সন্মানিত প্রকাশক বই বের করার আগ্রহ প্রকাশ করেছেন । পাণ্ডুলিপি চেয়েছেন । এটা তৈরি ও অনেক গুণীর তথ্য হাল নাগাদ করতে গিয়ে আমাকে ব্যস্ত সময় কাটাতে হয়েছে , তাই সামুতে অনিয়মিত ছিলাম । পাণ্ডুলিপি পাঠিয়েছি । সিরিজে অপ্রকাশিত কয়েকজন গুণীও এ বইএ থাকছেন , বইএ চমক রাখার জন্য প্রকাশকের অনুরোধে আপাতত সিরিজটির পাব্লিশ বন্ধ রয়েছে ।
কোন ব্যাত্যায় না ঘটলে আগামী মাসে বইটি বেরুনোর কথা । জীবনের প্রথম বই নিখরচায় ছাপানো নিঃসন্দেহে আমার জীবনের এক আনন্দময় ঘটনা । এর পূর্ণ কৃতিত্ব সামহোয়্যারইন ব্লগের পাঠকদের ।
৫ বছর পূর্তির বিষয়টি আমার নজরে আসেনি , প্রথম নজরে এনেছেন , ব্লগার ফারিহা নোভা ও ব্লগার আবু শাকিল ভাই, তাঁদের ও সকল সহযাত্রী ব্লগারের নিকট কৃতজ্ঞ রইলাম । কৃতজ্ঞ রইলাম , সামহোয়্যারইন ব্লগ কতৃপক্ষের কাছে , যারা বাংলা ভাষা ভাষীদের লিখার জন্য এত সুন্দর একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন ।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৯