প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন- ৮৬ ,৮৭ ,৮৮ ,৮৯ ,৯০ ।
৮৬ / কানাডায় গার্নিয়ের হেয়ার কালারের মডেল সামিরা , যিনি পালমোলিভ, টরেন্টোর মার্কেটিং ম্যানেজার ।
কানাডায় গার্নিয়ের ওলিয়া হেয়ার কালার কমার্শিয়ালে মডেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত সামিরা আমিন ।
গার্নিয়েরের কোনো পণ্যে এবারই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত মেয়ে মডেল হলেন ।
ত্রিশ সেকেন্ডের এই ক্যাম্পেইনে পণ্যটির ব্রান্ডিংয়ে পণ্যটি সম্পর্কে বলা হয়েছে, 'কানাডাস বেস্ট নিউ হোম হেয়ারকালার' ।
বিজ্ঞাপনে সামিরাকে দেখা যাচ্ছে, এই হেয়ারকালার ব্যবহার করতে, যা তার চুলকে করেছে সফট ও শাইনি ।
উল্লেখ্য, বাংলাদেশি কথাসাহিত্যিক সালমা বাণী সামিরা আমিনের মা । ২৯ বছর বয়সী সামিরা বর্তমানে পালমোলিভ, টরেন্টোর মার্কেটিং ম্যানাজার ।সাহিত্যিক সালমা বাণী বলেন, 'নিজের ভালো লাগা থেকেই বিজ্ঞাপনে কাজ করেছে সামিরা। সে ভালো গানও গায়।'কানাডার শুলেক স্কুল অব বিজনেস থেকে এমবিএ শেষ করেছেন সামিরা ।
লিঙ্ক #######
৮৭ / অস্ট্রেলিয়ার The Best of Instant Addiction ক্যাটাগরিতে এওয়ার্ড জয়ী বই এর লেখিকা উপমা ।
পাঁচ বছর আগের কথা - উপমা একটা বই পড়ছিল। কিন্তু পড়া শেষ হবার আগেই কিভাবে যেন বইটা হারিয়ে যায়। সারা বাড়ি খুঁজে কোথাও পাওয়া গেল না বইটা। তখন মনে হলো ইন্টারনেটে বইটার অনলাইন ভার্শন আছে কিনা খুঁজে দেখলে কেমন হয়। বইটা না পেলেও, উপমা আরো মজার একটা জিনিস খুঁজে পেল ইন্টারনেটে। Wattpad নামে একটা ওয়েবসাইট।
এখানে একটা একাউন্ট খুলে যে কেউ তার বই লিখতে পারে। আকর্ষণীয় কাভার দিয়ে বইটা বিশ্বের লক্ষ লক্ষ পাঠকের জন্য প্রকাশ করতে পারে। আবার যারা শুধু পড়তে চায় তাদের জন্য রয়েছে বিভিন্ন বিষয়ের ওপর রচিত অসংখ্য মজার মজার বই।
Wattpad বিশ্বব্যাপী সাড়ে তিন কোটি বই-প্রেমী মানুষের একটি বিশাল কমিউনিটি।
এখানে Neve Adams ছদ্মনামে ৪৫০ পৃষ্ঠার একটি উপন্যাস লিখে রাতারাতি বিখ্যাত হয়ে গেছে উপমা। ওর বইয়ের নাম The Bucket List. Wattpad এর রিডার কাউন্ট অনুযায়ী এ পর্যন্ত ৮৩ লক্ষ পাঠক বইটা পড়েছে। শুধু তাই নয়, উপমার লেখা বইটি এর মধ্যে The Best of Instant Addiction ক্যাটাগরিতে একটা এওয়ার্ড ও পেয়েছে।
বর্তমানে বইটা ছাপার অক্ষরে প্রকাশের জন্য নিউ ইয়র্কের ট্রাইডেন্ট মিডিয়া গ্রুপের সাথে আলাপ আলোচনা চলছে।
ব্রিসবেনে'র গ্রিফিথ ইউনিভার্সিটির ছাত্রী উপমা মা বাবার সাথে গোলকোষ্টে বসবাস করেন ।
মাতার নাম শারমিন সীমা , পিতা মামুন চৌধুরী ।
লিঙ্ক --
৮৮ / কানাডার সাহিত্য ও মিডিয়া জগতে আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ লেখক গালিব ইসলাম ।
একটি মাত্র বই দিয়েই কানাডার সাহিত্য ও মিডিয়া জগতে হৈ চৈ ফেলে দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ। গত কয়েক মাস ধরেই কানাডার মূল ধারার মিডিয়াগুলোতে তাকে নিয়ে চলছে তোলপাড়।
গুরুত্বপূর্ণ সবকটি পত্রিকাতেই তার বইয়ের প্রশংসা করে বিশালাকৃতির রিভিউ ছাপা হয়েছে, ছাপা হচ্ছে তার সাক্ষাৎকার। সাহিত্যে কানাডার সম্ভাব্য নোবেল বিজয়ী লেখক হিসেবে আলোচিত লেখক মার্গারেট এটওড পর্যন্ত তার বইয়ের ভূয়সী প্রশংসা করেছেন।
হ্যামিস হ্যামিল্টন কানাডা থেকে প্রকাশিত গালিব ইসলামের ‘ফায়ার ইন দ্যা অননেইমঅ্যাবল কান্ট্রি’ মূলত: একটি উপন্যাস। তরুণ এবং নতুন একজন লেখকের লেখাটিতেও কানাডার সাহিত্যবোদ্ধারা খুজেঁ পেয়েছেন অসীম সাহিত্যমূল্য এবং সম্ভাবনার ছোঁয়া।
বছর কয়েক আগেই মূলধারা কানাডার একটি খ্যাতনামা প্রকাশনা সংস্থা গালিবের বই প্রকাশের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু গালিব তাতে অসম্মতি জানান। তরুণ কোনো লেখক, প্রতিষ্ঠিত একটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রস্তাব ফিরিয়ে দিতে পারে, সেটি ওই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরাও ভাবেননি।
‘ফায়ার ইন দ্যা অননেইমঅ্যাবল কান্ট্রি’ প্রকাশের পর ওই প্রকাশকও স্বীকার করেছেন, গালিবের পক্ষেই প্রতিষ্ঠিত কোনো প্রকাশককে ‘না’ বলে দেয়া সম্ভব।
বহুল আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই লেখকের নাম গালিব ইসলাম। ১৯৮১ সালে বাংলাদেশে জন্মগ্রহনকারী প্রতিভাবান এই লেখক মাত্র সাত বছর বয়সে বাবা- মার সঙ্গে কানাডায় আসেন। কানাডায় অভিবাসী হওয়ার আগে গালিবের বাবা- মা কর্মসূত্রে নাইজেরিয়ায় ছিলেন।
গালিব , লিঙ্ক
৮৯/ হলিউড মুভিতে বাংলাদেশি তরুণ রণ মুস্তাফা
ছেলেটি আবুদ সিদ্দিকী নামে পরিচিত। এটা তার অভিনীত একটি চরিত্রের নাম। এমটিভির জনপ্রিয় টিভি সিরিজ ‘স্কিনস’-এর চরিত্র এটি। সেই আবুদ সিদ্দিকী হলেন বাংলাদেশের ছেলে রোনাল্ড ‘রণ’ মুস্তাফা। চলতি বছর হলিউডে মুক্তি পাওয়া ক্রিস কলম্বাস পরিচালিত অ্যানিমেটেড ছবি ‘পিক্সেলস’-এ ভারতীয় যুবকের চরিত্রে কণ্ঠ দেন রণ। এতে তার পাশাপাশি বিভিন্ন চরিত্রে কণ্ঠ দেন অ্যাডাম স্যান্ডলার, কেভিন জেমস, মিশেল মোনাঘান, শন বিনের মতো হলিউড তারকারা।
রণ মুস্তাফার জন্ম ১৯৮৯ সালের ৩ ডিসেম্বর, ঢাকায়। তার বয়স যখন ছয় বছর, পরিবারের সঙ্গে সে পাড়ি জমায় কানাডার ওন্টারিওতে। ২৫ বছরের এই তরুণ এখন থাকেন কানাডার টরন্টোতে। কানাডার নাগরিকত্বও পেয়েছেন তিনি।
অভিনয়ে রণের শুরুটা ২০০৫ সালে, টিভি সিরিজ ‘গোস্ট ট্রাক্যার্স’-এর মাধ্যমে। ২০০৯ সালে টিভি সিরিজ ‘টিম এপিক’-এ রয় জ্যাকসন চরিত্রে অভিনয়ের পর পরিচিতি পান তিনি। যুক্তরাজ্যের টিভি সিরিজ ‘স্কিনস’ অবলম্বনে কানাডায় নির্মিত ‘স্কিনস’-এ কাজ করার পর জনপ্রিয়তা বেড়েছে তার। ২০১১ সালে তিনি অভিনয় করেন শর্ট ড্রামা ‘স্কিনস: রিভার্স পার্টি’তে। এটি জনপ্রিয় হওয়ায় বানানো হয় তিন পর্বের মিনি সিরিজ ‘স্কিনস ওয়েবিসোডস’।
২০১২ সালে রণ মুস্তাফা অভিনয় করেন ‘ড. ববস হাউস’ টিভি সিরিজে। একই বছর হলিউডের অ্যাকশন ছবি ‘ট্রান্সপর্টার’ অবলম্বনে নির্মিত ২০১৩ সালে নির্মিত ‘ট্রান্সপর্টার দ্য সিরিজ’ টিভি সিরিজেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত আরেকটি টিভি সিরিজ হলো ‘হেমলক গ্রোভ’ (২০১৩)।
মুস্তাফার ইচ্ছা আইনজীবী হবেন তাই ইউনিভার্সিটি অব টরন্টোতে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকে পড়াশোনা করছেন রণ। তার শখ অভিনয় করা, বাস্কেটবল খেলা, ছবি দেখা, গিটার বাজানো আর বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে থাকা।
লিঙ্ক
৯০ / কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) সাস্কাচেওয়ান ফিউচার ৪০ সম্মাননা প্রাপ্ত জেবুননেছা চপলা
কানাডার সাস্কাচেওয়ান প্রদেশের সাস্কাতুন প্রবাসী বাংলাদেশি জেবুননেছা চপলা সিবিসি সাস্কাচেওয়ান ফিউচার ৪০ সম্মাননা পেয়েছেন। কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) সাস্কাচেওয়ানের নতুন প্রজন্মের চল্লিশ বছরের কমবয়সী কমিউনিটি নেতা, সংগঠক ও শিল্পীদের এই স্বীকৃতি প্রদান করে।
বিভিন্ন সৃজনশীল সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যাঁরা নিজেদের উৎসর্গ করেছেন এবং নিজ নিজ কাজের ক্ষেত্রে সামাজিক পরিবর্তন সৃষ্টি করতে সক্ষম হয়েছেন তাঁদেরকে সিবিসির পক্ষ থেকে প্রতিবছর এ সম্মাননা দেওয়া হয়।
জেবুননেসা চপলা সাস্কাতুন কমিউনিটিতে সামাজিক নানা কর্মকাণ্ডের জন্য সুপরিচিত একটি নাম। ইউনিভার্সিটি অব সাস্কাচেওয়ানের নারী, জেন্ডার ও যৌন বিষয়ে ডক্টরেট শিক্ষার্থী চপলা নানা বিষয় নিয়ে কাজ করেন।
চপলা নারী ও অভিবাসীবিষয়ক গবেষক, সাংস্কৃতিক কর্মী ও কণ্ঠশিল্পী এবং সাস্কাতুন থেকে প্রচারিত বাংলা রেডিও অনুষ্ঠান বাংলার গান ও কথার প্রতিষ্ঠাতা পরিচালক। সংখ্যালঘু ও আদিবাসীদের অধিকার অর্জনের সংগ্রামের কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ ছাড়া তিনি সামাজিক ন্যায়বিচার ও পরিবেশ রক্ষার অধিকার আদায়ে কাজ করেন।
কমিউনিটি লিডারশিপ, সোশ্যাল একটিভিজম ও ভলান্টিয়ার ইজম ক্যাটাগরিতে চপলা সম্মাননা পেয়েছেন। সাস্কাতুনে এ পর্যন্ত সম্মাননাপ্রাপ্তদের মধ্যে তিনি প্রথম বাংলাদেশি।
আগের পর্ব গুলির লেজ
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭