প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন-১৬ ( সকল পর্বের লিঙ্ক নিচে )
সভ্যতার অগ্রযাত্রার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি বিজ্ঞানীদের বহু সাফল্য জাতিকে গর্বিত করেছে ।
তারই ধারাবাহিকতায় ন্যানো সায়েন্সের মত আধুনিকতম বিজ্ঞানে সফলতার দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশের তরুণ এক নারী বিজ্ঞানী ।
ন্যানো-প্রযুক্তির মাধ্যমে বিশ্বের প্রথম,চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী আবিস্কার ‘কৃত্রিম মানব ফুসফুস’ তৈরি করেছেন জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা ।
তরুণ কৃতি বিজ্ঞানী আয়েশা এই উদ্ভাবনের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে অসামান্য অগ্রগতি সাধন করেন , সাথে এই আবিস্কার দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে আনেন এক বিশেষ উচ্চতায় ।
জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা বর্তমানে ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোতে ন্যানো-সায়েন্সের উপর ডক্টরেট করছেন ।
সাথে লস আলামস ন্যাশনাল ল্যাবেরটরিতে মানব মস্তিষ্কের রক্ত সংবহনের মডেল তৈরি করে ব্রেইন স্ট্রোকের কারণ অনুসন্ধান বিষয়ে গবেষণা কর্ম চালিয়ে যাচ্ছেন ।
তার ক্যারিয়ারও শুরু হয় লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরিতে ।
বাংলাদেশের মেয়ে আয়েশা আরেফিন এবং তার সহযোগী বিজ্ঞানী রাশি আয়ারের যৌথ প্রয়াসে তারা মানব শরীরে কৃত্রিম অঙ্গ সংস্থাপনের জন্য সম্পূর্ণ নতুন প্রযুক্তির উদ্ভাবন করেন । তাদের এই প্রযুক্তির সাহায্যে মানুষের শরীরে কৃত্রিম ফুসফুস সংস্থাপন সম্ভব হবে ।
টুম্পার বাবা বেলায়েত হোসেন , মা রোকেয়া বেগম ।
বেড়ে উঠেছেন চট্টগ্রাম মহান নগরীর ঈদগাঁ বড়পুকুর পাড় এলাকায় ।
২০০৩ সালে স্থানীয় আলহাজ্ব এয়াকুব আলী গার্লস হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন টুম্পা। ২০০৫ সালে এইচএসসি পাশ করেন চট্টগ্রাম কলেজ থেকে । স্নাতক পড়ার জন্য বেছে নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
টুম্পা বহু স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে জড়িত । সামাজিক এসব দায়িত্ব পালন করা ছাড়াও টুম্পার শখ ফটোগ্রাফি করা ।
সেখানেও কৃতিত্বের সাক্ষর রেখেছেন । ২০১২ সালে নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের আলোকচিত্র প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল করেছেন তিনি ।
‘ভবিষ্যতে দেশে ফিরে মানুষের জন্য কাজ করতে আগ্রহী তিনি।’
এক সাক্ষাৎকারে তিনি বলেন , ‘তাঁর ইচ্ছা দেশে এসে নিজের বাড়িতে একটি স্কুল খোলার । যেখানে যে কোন শিশু বিজ্ঞান ও গণিত পড়ার সুযোগ পাবে ।
’
এই বাংলাদেশী স্বর্ণকন্যার আরো সুখ্যাতি এবং আরো সাফল্য কামনা করছি ।
গো এহেড টুম্পা ......।
পূর্বের পর্ব সমুহ-
১/ রাশিয়ার শ্রেষ্ঠ জিমন্যাস্টিক রিতা
২/ ওবামার উপদেষ্টা , বিজ্ঞানী ড. এন নীনা আহমাদ
৩/ কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর অমিত চাকমা ।
৪/ বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি সুপার মডেল রোলা ।
৫/ বাংলাদেশি মেয়ে প্রিয়তি যখন 'মিজ আয়ারল্যান্ড' ।
৭/ ইউটিউব এর প্রতিষ্ঠাতা জাভেদ করিম।
৮/ বিশ্বের সেরা ৫০ উদ্যোক্তার একজন সুমাইয়া কাজী
৯/ পৃথিবীতে প্রেরণার আলোক ছড়ানো সাবিরুল
১০/জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল আমিরা হক ।
১১/ সৌদি আরবের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ড. মুহাম্মদ রেজাউল করিম
১২/ মার্কিন সেরা সংবাদ প্রযোজক তাসমিন মাহফুজ
১৩/ কাতার আমিরের উপদেষ্টা ডক্টর হাবিবুর রহমান ।
১৪/ ইউরোপে নিউক্লিয়ার গবেষণায় প্রথম বাংলাদেশি অনন্যা ।
১৫/ যুক্তরাষ্ট্রের বিদ্যুৎশক্তি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট -আরশাদ মনসুর
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৪