প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন-১৪ ( সকল পর্বের লিঙ্ক নিচে )
তনিমা তাসনিম অনন্যা ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সিইআরএন) এ গবেষণা করার জন্য প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচিত হয়েছেন।
তার গবেষণার বিষয়বস্তু হিগস-বসন নামের ইলেমেন্টরি পার্টিক্যাল সনাক্তকরণ।
ইতিপূর্বে তনিমা যুক্তরাষ্ট্রে অবস্থিত নাসার স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটে স্টার ফরমেশন নিয়ে তিন মাস গবেষণা করছেন।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে থিউরিটিক্যাল ফিজিক্সে এক বছর অধ্যায়ন শেষে যুক্তরাষ্ট্রের ব্রিন মার কলেজে অ্যাস্ট্রোফিজিক্সের উপর পড়াশোনা করেন ।
উল্লেখ্য, অনন্যা বাংলাদেশের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল থেকে 'ও' এবং 'এ' লেভেল পাস করেন ।
২০০৬ সালে বাংলাদেশে ও লেভেলসে ফিজিক্স, কম্পিউটার স্ট্যাডিস এবং ছয়টি সাবজেক্টের মার্কস যোগ করে সর্বোচ্চ মার্কস পাওয়ার গৌরব অর্জন করেন তনিমা।
এই অর্জনের পর তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ব্রিন মর কলেজে ফিজিক্স ও অ্যাস্ট্রোনমি পড়ার উদ্দেশ্যে পাড়ি জমান। সেখানে দুই বছর পড়ার পর নাসার স্পেস টেলিস্কোপ সায়েন্স ইন্সটিটিউটে একটি অত্যন্ত কম্পিটিটিভ ইন্টার্নশিপের জন্য সিলেক্টেড হন। সেখানে তিনি অরিয়ন নেবুলাতে স্টার ফরমেশন নিয়ে রিসার্চ করেন।
নাসায় ইন্টার্নশিপ শেষ করে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজে যোগ দেন এক বছর ব্যাচেলর ডিগ্রির ফাইনাল ইয়ারের কোর্সগুলো নেয়ার জন্য। ক্যামব্রিজে এক বছর শেষ করে তিনি ইউরোপের নিউক্লিয়ার গবেষণার কেন্দ্রবিন্দু সিইআরএন-এ একজন সামার স্টুডেন্ট হিসেবে কাজ করেন। সিইআরএন-এ স্টুডেন্ট প্রোগ্রামে যোগ দেয়া তিনিই প্রথম বাঙালি।
অনন্যার জন্ম নরসিংদী জেলায় । তার বাবা এম এ কাইয়ুম বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক সফল কমিশনার। মা শামিমা আরা বেগম গৃহিণী ।
মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখা তনিমার জন্য শুভ কামনা ।
পূর্বের পর্ব সমুহ-
১/ রাশিয়ার শ্রেষ্ঠ জিমন্যাস্টিক রিতা
২/ ওবামার উপদেষ্টা , বিজ্ঞানী ড. এন নীনা আহমাদ
৩/ কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর অমিত চাকমা ।
৪/ বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি সুপার মডেল রোলা ।
৫/ বাংলাদেশি মেয়ে প্রিয়তি যখন 'মিজ আয়ারল্যান্ড' ।
৭/ ইউটিউব এর প্রতিষ্ঠাতা জাভেদ করিম।
৮/ বিশ্বের সেরা ৫০ উদ্যোক্তা সুমাইয়া কাজী
৯/ পৃথিবীতে প্রেরণার আলোক ছড়ানো সাবিরুল
১০/জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল আমিরা হক ।
১১/ সৌদি আরবের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ড. মুহাম্মদ রেজাউল করিম
১২/ মার্কিন সেরা সংবাদ প্রযোজক তাসমিন মাহফুজ
১৩/ কাতার আমিরের উপদেষ্টা ডক্টর হাবিবুর রহমান ।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫২