প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন- ১১
গবেষক ড. মুহাম্মদ রেজাউল করিম সৌদি আরবে বাংলাদেশীদের মূখ উজ্জল করেছেন ।
সৌদি আরবের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ২০১৫ পদকে ভূষিত হয়েছেন এই বাংলাদেশী । উদ্ভাবন, নূতন প্রবর্তন এবং প্রযুক্তি বিভাগে গবেষণায় সর্বোচ্চ স্বীকৃতি এই পদক ।
ড. মুহাম্মদ রেজাউল করিম, রিয়াদে অবস্থিত সৌদি আরবের বৃহত্তম বিশ্ববিদ্যালয়, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর অধিনে সেন্টার অব এক্সিলেন্স ফর রিসার্চ ইন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এডভান্স মানুফাকচারিং ইন্সটিটিউট এর jঅধ্যাপক হিসাবে কর্মরত আছেন।
তিনি ১৯৭৫ সালের ১৫ই জানুয়ারী নোয়াখালী জিলার চাটখিল উপজেলার পরানপুর গ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম মোশারেফ হোসেন ভূঁইয়া ।
ড. করিম স্কুল জীবনে প্রথমে “পরানপুর প্রাইমারি স্কুল, চাটখিল” এবং পরে “থানারহাট হাইস্কুল, বেগমগন্জ” এ পরাশুনা করেন এবং প্রতিটি ক্লাসে ১ম স্হান অধিকার করতেন। ৮ম শ্রেনীতে মেধাতালিকায় সরকারি বৃত্তিও পান। কৃতিত্বের সাথে এস এস সি পাশের পর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ (ঢাকা) থেকে এইস এস সি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমেসটরি অ্যান্ড ক্যামিকেল টেকনোলজি তে বিএসসি (সন্মান) ১৯৯৯ সালে এবং এমএসসি (থেসিস) ২০০১ সালের জানুয়ারিতে সম্পন্ন করেন।
২০০৭ সালের ফেব্রুয়ারীতে দক্ষিন কোরিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ এর অধিনে কুংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিজিক্যাল ক্যামেসট্রি এর উপর পিএইচডি অর্জন করেন। ২০০৮ সালে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে একবছরের পোস্ট ডক্টরেট ফেলোশিপ সম্পন্ন করেন। ২০০৯ সালে তিনি দ্বিতীয় দফায় কুংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এডভান্স অরগানিক মেটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কন্ডাক্টিং পলিমার অ্যান্ড কার্বন ন্যানোটিউব বেসড ন্যানোপারটিকেলস ফেব্রিকেশন and characterization উপর পোস্ট ডক্টরেট ফেলোশিপ সম্পন্ন করেন।
২০০৯ সালের এপ্রিল মাস থেকে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্মস্হলে নিযুক্ত আছেন।
এছাড়াও তিনি মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ে visiting lecturer এবং কানাডার কুইবেক
বিশ্ববিদ্যালয়ে খন্ডকালিন lecturer হিসাবে দায়িত্ব পালন করেছেন।
ড. মুহাম্মদ রেজাউল করিম ২০১২ সালের Marquis “Who’s Who in the World” উপাধি পান।
তার গবেষনার আগ্রহ মূলতঃ ন্যানোকম্পোসিসটস/ফাইবাস , কোয়ান্টাম ডটস , কার্বন ন্যানো টিউবস , কন্ডাক্টিং পলিমারস, বায়োপলিমারস, ওয়াটার ফিউরিফিকেশনস, অরগানিক অ্যান্ড থিন ফিল্ম সোলার সেলস এর উপর ।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
পুনঃ পুনঃ সাফল্যে উদ্ভাসিত হোক এই গুনি মানুষটির জীবন ।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩১