আমেরিকান মহাকাশ গবেষণা নাসায় বাংলাদেশী বিজ্ঞানী ড.আতিক উজ জামান
বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখেছিলেন আতিক উজ জামান। নানা পথ ঘুরে পাড়ি জমিয়েছিলেন গবেষণার তীর্থভূমি আমেরিকায়। একসময় তিনি সারা দুনিয়ার বিজ্ঞানীদের স্বপ্নের প্রতিষ্ঠান নাসার সঙ্গে যুক্ত হন।
বুয়েটে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন ১৯৮২-তে,
তারপর বুয়েটের লেকচারার ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এ সময় কমনওয়েলথ স্কলারশিপে পড়াশোনা করতে যান (মাস্টার্স আর পিএইচডি) ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে, ইংল্যান্ডে।
ওখান থেকে মাস্টার্স, পিএইচডি করে দেশে ফিরে এসে আবার বুয়েটে যোগ দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে।
ছয় মাস বুয়েটে পড়ানোর পর শিক্ষকতার চাকরি নিয়ে চলে যান সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটিতে, ওখান থেকে ইমিগ্রেশন নিয়ে চলে যান অস্ট্রেলিয়ায়, ওখানে গিয়ে চাকরি নিলেন মনাশ ইউনিভার্সিটি, মেলবোর্নে ।
ওটাকে বলা যায়, 'টপ এইট' বিশ্ববিদ্যালয়ের একটি।
অস্ট্রেলিয়ায় গবেষণার ক্ষেত্রে সুযোগ সুবিধা যথার্থ মনে না হওয়ায় চলে যান আমেরিকায় ।
প্রথমে চাকরি নেন ইউনিভার্সিটি অব ডেটন, ওহাইয়োতে। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে।
ওখানে থেকেই নাসার যোগাযোগ তৈরি হয়।
এবং বর্তমানে নাশা'তেই নাসার স্পেস কার কমিউনিকেশন নেটওয়ার্কিং গবেষক হিসেবে কর্মরত ।
ইতোমধ্যে নাশার তিনটি গবেষণা প্রজেক্ট তিনি সফলতার সহিত সম্পন্ন করেছেন । বর্তমানে মহাকাশ যানের ওজন কমানো সংক্রান্ত এক প্রজেক্টে নিয়ে কাজ করছেন ।
বাংলাদেশের নরসিংদীর সন্তান এই গুণী মানুষটির জন্য শুভ কামনা ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৬