উপকার করে শুনিতে চাইনা আমি
সবার কথার ঝুলি।
শুধু চাই চোখো লজ্জা অার
মনে রাখো সেই দিন গুলি।
যেদিন করেছি নিজের অর্থ দিয়ে
মানুষের সর্বদা উপকার।
সেদিনগুলি যেন কেহ যেন নাহি ভুলে
করতে আসে পরে অপকার।
উপকার করে আমি চাইনা প্রতিদান
চাই শুধু একটু হাসিমুখ।
তাতেই যেন আমি সুখটুকু খুঁজে পাই
ভুলে যাই জীবনের শত দু:খ।
উপকার করে যাব যতদিন বেঁচে রই
সংবিধান জীবনের একটাই।
মরনেও বেঁচে রবো সবারি এ প্রানে
ভুলেইকি যাবে নাকি সবটাই।
আসুন সবাই মিলে পরের উপকারে
নিজেকে করে যাই দান।
কতটুকু দাম পাই কিছুই দেখার নাই
চাইনা তার প্রতিদান।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৩