চাইনা প্রতিদান
উপকার করে শুনিতে চাইনা আমি
সবার কথার ঝুলি।
শুধু চাই চোখো লজ্জা অার
মনে রাখো সেই দিন গুলি।
যেদিন করেছি নিজের অর্থ দিয়ে
মানুষের সর্বদা উপকার।
সেদিনগুলি যেন কেহ যেন নাহি ভুলে
করতে আসে পরে অপকার।
উপকার করে আমি চাইনা প্রতিদান
চাই শুধু একটু হাসিমুখ।
তাতেই যেন আমি সুখটুকু খুঁজে পাই
ভুলে যাই জীবনের শত দু:খ।
উপকার করে যাব যতদিন বেঁচে রই
সংবিধান... বাকিটুকু পড়ুন