somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি খুব লাজুক একটি ছেলে জার লজ্জার কারনে হাত থেকে পানির গ্লাস পড়ে যাওয়ার উপক্রম হয়। আর আমি জানি লেখুনির মাধ্যমেই মনের অনুভূতিকে প্রকাশ করা যায়। তাই সামান্য একটু প্রচেষ্টা।

আমার পরিসংখ্যান

হাণ্নান গাজী
quote icon
আমি চোটবেলা থেকেই লিখতে খুব ভালবাসি। তাই মাজে মাজে একটু লিখি কিন্তু তা কতটুকু অর্থবহুল হয় তা অামি জানিনা। অার ভালোলাগে বলেই লিখে যাব। কারন আমার ভাললাগাইত আমার নিজস্য সকিয়তা।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

চাইনা প্রতিদান

লিখেছেন হাণ্নান গাজী, ১০ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪২

উপকার করে শুনিতে চাইনা আমি
সবার কথার ঝুলি।
শুধু চাই চোখো লজ্জা অার
মনে রাখো সেই দিন গুলি।
যেদিন করেছি নিজের অর্থ দিয়ে
মানুষের সর্বদা উপকার।
সেদিনগুলি যেন কেহ যেন নাহি ভুলে
করতে আসে পরে অপকার।
উপকার করে আমি চাইনা প্রতিদান
চাই শুধু একটু হাসিমুখ।
তাতেই যেন আমি সুখটুকু খুঁজে পাই
ভুলে যাই জীবনের শত দু:খ।
উপকার করে যাব যতদিন বেঁচে রই
সংবিধান... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

আর পাওয়া হলনা

লিখেছেন হাণ্নান গাজী, ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

অনেক অচেনা ছিলে তুমি
আমার মনে হয় তাই ভাল ছিল।
কেন নতুন করে শুধু শুধু নিজেই কষ্ট পেলে?
কিন্তু অামরাতো কষ্ট পাওয়ার জন্যই
নতুন করে শুরু করিনি।
একটু নতুন করে হাসবো বলে
নতুন করে চেয়েছিলাম।
বিশ্বাস করো একবারের জন্যও ভাবিনি
নতুন করে হাসাটাযে এতটাই ক্ষনিকের হবে।
আসলে হবেইনা কেন বল,
তুমিযে আরেকজনের অর্ধাঙ্গিনী।
অার তাই এই সমাজ তোমার অামার
এমন হাসি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!

কৃষকের জীবন

লিখেছেন হাণ্নান গাজী, ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩০

শীতের সকাল ভালোই লাগে
রোদ্র যখন উঠে..
কচি কাছা শিশুর মুখে
হাসির ছোঁয়া ফোটে।
কৃষক খুশি নতুন ধানের
উঠোন ভরা দেখে..
নতুন বোয়ে ঘাটেরে ধান
পায়ে অালতা মেখে।
বিকেল বেলায় ব্যস্ত সবাই
গল্পে সবাই মাতে..
সন্ধে হলে কাঁথার নিচে
পুরোটা রাত কাটে।
মুয়াজ্জিনের মধুর সুরে
ভাঙ্গে তাদের ঘুম..
নতুন বোয়ে নতুন ধানে
পিঠায় তোলে ধুম।
নতুন বোয়ের হাসি দেখে
খুশি গাজী খোকা..
মিষ্টি বোয়ের দুষ্টমিতে
হয় যেন সে বোকা।
পানের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

প্রেমে পড়েছি

লিখেছেন হাণ্নান গাজী, ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৯

এমন প্রেমে পড়েছি আমি
যা কখনো পড়িনি।
তোমার হৃদয়ের কোনে সামান্যটুকু
যায়গার মধ্যে অামার হৃদয়টা রাখার
যায়গা দেবেতো?
জানি দেবে হয়তো, হয়তো দেবেনা।
কিন্তু তোমার প্রেমের অাগুনে
জলে জলে কালো চাঁই হতে
আমিযে আর পারছিনা।
এইতো সেদিন রাত হঠাত করে এসে
আমার কপালে চুমি খেয়ে গেলে
আমি শিহরীত হয়ে উঠলাম।
রাতের অন্ধকারে আমিও তোমার
হাত জোড়া ধরতে চাইলাম।
কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম
সপ্নের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

দু:খি জীবন

লিখেছেন হাণ্নান গাজী, ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

কষ্টে কষ্টে জীবন অামার
পাইনা অমন সাথী।
দু:খ আমার সঙ্গি হলো
কষ্ট চীর সাথী।
যেদিন থেকে জন্ম নিলাম
সুন্দর এই ভূবনে।
সেদিন থেকে তুষের আগুন
জলে আমার বুকে।
জন্মিয়া এই ভূবন বুকে
চোখ মেলিয়া দেখি।
দু:খে অামার হাসছে সবাই
আমিই শুধু কাঁদি।
জন্ম নিলাম কাঁদা নিয়ে
নি:শেষ হবো কেঁদে।
বড় হয়েও কষ্ট পেলাম
খোদার দুনিয়াতে। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     like!

চলে যেওনা

লিখেছেন হাণ্নান গাজী, ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

মায়াবিনী যদি তুমি
যাওগো কোথাও চলে।
কাওকে না কাঁদালেও তুমি
কাঁদিয়ে যাবে মোরে।
কাঁদতে কাঁদতে হয়ত একদিন
নি:শেষ হয়ে যাব।
হয়ত সেদিন তোমার অামি
সুখের খবর পাব।
দু:খ পেলেও তখন আমি
সুখ পোহাব পরম।
তুমি অামায় ভুলে গেলেও
রাখবো তোমায় স্বরন।
তোমার এমন স্মৃতীগুলো
ভুলবো কেমন করে।
জেনে রেখ তোমার শোকে
বেঁচেও থাকব মোরে।
তাইতো বলি যেওনা চলে
রেখে আমায় একা।
তোমার সাথে সারা জীবন
হয় জেন মোর দেখা। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

যেই মাটিতে জন্ম

লিখেছেন হাণ্নান গাজী, ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬

জন্ম আমার যেই মাটিতে
সেই মাটিতে মরন।
হয়গো যেন মহান প্রভু
সেই মাটিতে কবর।
যেই মাটিতে ঘুমিয়ে আছে
লক্ষ শহীদ ভাই
এমন মাটির সাথে মিশে
ধন্য হতে চাই।
যেই মাটিতে জন্মে ছিল
মায়ের মত নারি।
সেই মাটিতে হয়গো জেন
পরপারের বাড়ী।
যেই মাটিতে মিশে আছে
অনেক প্রান।
সেই মাটিকে ভালবেসে
ধন্য হলো প্রান। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৭০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ