শফি হুজুরের অনুসারীরা কেবল স্বামীকে সুখী করার জন্য স্ত্রীর করণীয় নিয়ে চল্লিশ দফার একটি পরামর্শমূলক পোস্ট ফেইসবুকে ছড়িয়ে দিয়েছেন | এ নিয়ে মা-বোন, বিশেষত: যাঁরা উচ্চশিক্ষিত ও কর্মজীবী, তাঁদের মনোবেদনার অন্ত নেই | এ তালিকা দেখে তাঁরা যারপরনাই ক্ষিপ্ত | তাছাড়া, বর্তমান ডিজিটাল যুগ, বা নারীর ক্ষমতায়নের যুগে নারীদের গৃহকর্মীর অবস্থানে থেকে কেবল স্বামীকে সুখী করার মধ্যেই নিজেদের কর্মকান্ড সীমাবদ্ধ রাখার পরামর্শ প্রদান যুক্তিহীন | সবদিক ভেবে চল্লিশ দফার এ পরামর্শ-তালিকাটি স্বামী-স্ত্রী উভয়ের ক্ষেত্রে সমান প্রযোজ্য হয় মতো করে সময়োপযোগী করেছি | ভালো লাগলে শেয়ার করুন |
(আপনার ক্ষেত্রে অপ্রযোজ্য ধর্মীয় পয়েন্টগুলো বাদ দিন)
১। পরস্পরকে প্রাণ খুলে ভালবাসা।
২। পরস্পরের প্রতি যথাযথ ভক্তি-শ্রদ্ধা রাখা।
৩। পরস্পরের আদেশ-নিষেধের প্রতি যত্নবান হওয়া।
৪। পরস্পরের সাথে সুমিষ্ট ভাষায় কথা বলা।
৫। পরস্পর নিজের মনের কথা খুলে বলা।
৬। পরস্পরের সব ধরনের আমানত রক্ষা করা।
৭। পরস্পরের সুখে সুখী আর পরস্পরের দুঃখে দুঃখী হওয়া।
৮। নিজ সাজগোজ ও পরিচ্ছন্নতার দ্বারা পরস্পরের মন জয় করা।
৯। পরস্পরকে সান্তনা দেওয়া।
১০। সংসার চালানোর ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করা।
১১। পরস্পরকে সুপরামর্শ দেওয়া।
১২। পরস্পরের ডাকে সাড়া দেওয়া।
১৩। পরস্পরের সম্পদের হেফাজত করা।
১৪। পরস্পরের অনুমতি ছাড়া কোন কাজ না করা।
১৫। পরস্পরের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করা।
১৬। পরস্পরের কোন বদ অভ্যাস থাকলে হেকমতের সাথে তা দূর করা।
১৭। পরস্পরের কাছে কোন কিছু লুকিয়ে না রাখা।
১৮। পরস্পরকে নিজ অভিভাবক মনে করা।
১৯। পরস্পরের গুণাবলীর প্রশংসা করা।
২০। পরস্পর কোন কাজে বের হলে হাসিমুখে বিদায় দেওয়া।
২১। পরস্পর বাহির থেকে ঘরে আসলে হাসিমুখে বরণ করা।
২২। পরস্পরের জন্য সময়মত খানাপিনা ও বিশ্রামের ব্যবস্থা করা।
২৩।পরস্পরের জন্য নিজ হাতে নাস্তা তৈরি করা।
২৪। প্রাণখুলে পরস্পরের সেবা করা।
২৫। পরস্পরের সামর্থ্য হবেনা এমন কোন জিনিসের জন্য পরস্পরকে আবদার না করা।
২৬। পরস্পরের কোন কিছুকে ঘৃনা না করা।
২৭। পরস্পরের সাথে জেদাজেদি না করা।
২৮। পরস্পরের কোন কথা খারাপ লাগলে সেটা নিয়ে তর্ক না করা।
২৯। পরস্পরকে অহেতুক সন্দেহ না করা।
৩০। পরস্পর যদি খারাপ পথে চলে তাহলে কৌশলে ভাল পথে আনার চেষ্টা করা।
৩১। পরস্পরের সাথে কোন অন্যায় করে ফেললে সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া।
৩২। পরস্পর নিজ সাধ্যমত যা খাওয়াতে বা পড়াতে পারে তার উপর সন্তুষ্ট থাকা।
৩৩। পরস্পরকে দ্বীনি পরিবেশে রাখার চেষ্টা করা।
৩৪। পরস্পর বিরক্তবোধ করে এমন কোন কাজ না করা।
৩৫। পরস্পর কাজ থেকে ফিরতে দেরি হলে খোঁজখবর নেওয়া।
৩৬। পরস্পরের জরুরী জিনিসপত্র গুছিয়ে রাখা।
৩৭। পরস্পর কোথাও বের হওয়ার সময় সাথে যা নিবে তা ঠিক করে রাখা।
৩৮। পরস্পরের কাপড়-ছোপড় পরিস্কার আছে কিনা, কখন কোন কাপড় পরিধান করবে সেটা আগ থেকেই প্রস্তুত রাখা।
৩৯। কারো কাছে ভুলেও পরস্পরের দূর্নাম বা অভিযোগ না করা।
৪০। কোন কারণে একজন রাগ করলে সে সময় পাল্টা কোন কথা না বলা।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২০