- পাত্রী নির্বাচনের সময় কার ভাতিজি, কার ভাগিনী, ইত্যাদি বড়ো করে না দেখে মেয়েটা কেমন তা-ই বিবেচনায় আনুন | কারণ, আপনার আপদে-বিপদে স্ত্রীর যোগ্যতা বা গুণাবলীই কাজে লাগবে, বাকিসব কেবলই খোশগল্প |
- দৈহিক সৌন্দর্যের চেয়েও মেয়ের শিক্ষাগত যোগ্যতা, বুদ্ধিমত্তা, এসব গুণাবলীকে অগ্রাধিকার দিন | মনে রাখুন, প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে সুন্দর | এছাড়া, সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলার চাবিকাঠি থাকে বুদ্ধিমতী, সুশিক্ষিত মায়েদের হাতেই |
- ভালো, বা সুন্দরী মেয়ে খুঁজতে খুঁজতে বা, আরো এস্টাব্লিশড হতে হবে চিন্তা করে বয়স যেন তিরিশ-পয়ঁত্রিশ পার না করেন | কারণ, বয়স ভারী হয়ে গেলে বিয়ের বাজারে অন্যসব যোগ্যতাই ঢাকা পড়ে যায় |
- শেষ কথা, আপনি যদি শিক্ষিত পরিবারের সদস্য হয়ে থাকেন, তাহলে কোটি টাকার বিনিময়েও যেন অশিক্ষিত কারো কন্যা বিয়ে না করেন; করলে, নানা কারণে সারাজীবন পস্তাবেন |
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৭