আদিমতা আমাকেও ঘিরে ধরে ; নগরের ছিনতাইকারী বখাটের
মতোন আগলে ধরে পথ ; সঞ্চয়ে যাকিছু আছে নিয়ে পালাতে চায়,
তবু নিজকে কতবার সংবরণ করছি ; ছোট্ট একটি শব্দ : মনুষ্যত্ব ;
বিমূর্ত এই অস্তিত্বের জন্য সেই সৃষ্টির প্রত্যুষ থেকে চলেছি পথ,
নিজকে কতবার সংবরণ করেছি। কতরাত্রি জেগে জেগে উপপাদ্যের
সূত্রমালা করছি মুখস্থ্য।
রক্ত মাংসের মানুষ তো আমিও ; ঘন অরণ্য আমারও ভালো লাগে
আকাশের গোলচাঁদ দেখে আমিও উল্লাসে মেতে উঠি ; ঝর্নার ধারা
দেখে মনের গহীনে আমারও কামনা জাগে ; যুবতী ফুলের ঘ্রাণে
হৃদয়ের করিডোর বেয়ে আমারও বয়ে যায় আকাঙ্ক্ষার সাধ ;
আমিও ফুল পাখি আর নক্ষত্রের ঝিলমিল ভালোবাসি ; আমিও থাকি
মাটির কাছাকছি ; আমারও ভালোবাসা আছে ;
এই দেশ আর পুরনো পৃথিবী খোলা মাঠে আমারও আবাস ; আমারও
অধিকার আছে প্রতিটি জলকণায়, সূর্যের আলোয় ; প্রতিটি শস্যের বীজে
এই বিরাণ ভূমির বিস্তীর্ণ ভূভাগে আমারও আছে লীজ নেওয়ার অধিকার
তবু তোমরা ক্ষমতার কথা বলো ;
এই ধরিত্রী মাতার সন্তান আমিও ; আমিও উর্ধ্বে ঠ্যাং তুলে নাচতে পারি ;
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৩