তুমি যাই বলো __আমি তো জানি তোমাকে
তোমার প্রতিটি শ্বাসের উত্তাপে আমার পরিমাপ
তোমার রক্ত-স্পন্দনে আমার থার্মোমিটার __
তোমার বুকের বিস্তারে হেমন্তের ফসলভরা মাঠ
আমি জানি তোমাকে__সবটুকু জানি।
তোমাকেই দেখেই বুঝে নিই __নির্বাহী আদেশে
আজ তুমি বয়ে আনবে আবহমান বাংলার রূপ __
বর্ষার রাত্রি ঘিরে ফোটাবে কদম ফুলের ঘ্রাণ
তোমাকে দেখেই আজ বুঝেছি __ভীষণ বর্ষণ হবে আজ।
শহরের গলিপথে থাকে গোয়েন্দার আস্তনা
অরণ্যের গহীনে থাকে স্বর্গবতী নিসর্গের সুবাস
তুমি নতুন করে আমাকে আর কী বলবে __
তোমাকে দেখেই তো বুঝে নিই__আজ বিমুগ্ধ বর্ষার রাত।
তুমি যাই বলো __আমি তো জানি তোমাকে ...
০৫.০৮.২০১৫
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫২