তুমি বার বার আমাকে ফিরিয়ে দিয়েছিলে
তবু নিরন্ন কৃষকের মতোন তোমার কাছে হাত পেতেছি।
জানি অনাবাদী পতিত ভূমি এক সময় খাস মহল হয়ে যায়
শেয়াল আর শকুনের অবাধ ক্ষেত্র হয় এক সময় __
বাঁধনহীন ঘুড়ি কোনোদিন কি পায় আকাশের ঠিকানা
ভবঘুরে মানুষও একদিন স্থিতি হয়__
তুমি বার বার ফিরিয়ে দিয়েছিলে __হাভাতে মানুষের মতোন
তুব তোমার কাছে হাত পেতেছি আমি __
কেনো না একদিন রঙিন পৃথিবীর আলো ফিকে হবে __
তোমার চলার সকল পথ একদিন গুঁটিয়ে নেবে মুখ
একদিন তুমি বড় নিঃসঙ্গ হবে__
আমাকে ছাড়া তুমি থাকতেই পারবে না।
বার বার তুমি ফিরিয়ে দিয়েছিলে
বিত্তবানের বৈভবে তোমার অনুভবগুলো ছিলো আভিজাত্যের
মোড়কে ভরা __তুমি মানুষকে মানুষ বলোনি __
আজ ফিরে এলে __এই অবেলায় তোমাকে কোথায় রাখি এখন !
০৫.০৮.২০১৫
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৬