কতদিন অায়নায় দেখিনা মুখ
নিজকে অচেনা লাগে
এই আমি কী করে এতটা পথ পাড়ি দিলাম।
যখন ঘুমে কেঁদে উঠতাম
সেই কাকডাকা কৈশোরে ঝাঁকড়া চুল মাথায় নিয়ে পাড়ি জমাই এই শহরে
তারপর কতদিন গেলো __নগরপিতারা কতবার বদলে দিলো শহরের রূপ
রাজনৈতিক নেতাদের সংলাপের পরিবর্তে কতবার কত সহিংসতা হলো রাজপথে
ঘুমে কেঁদে ওঠো সেই আমি তিলোত্তমা এই শহরের কোলো বড় হতে থাকলাম__
আঙুল ফুলে কলাগাছ হলো কতজন এই শহরের পিছ চিড়ে চিড়ে__ আমার তরুণ দেহের
রোমকুপে বাসা বাঁধলো যৌবন__ বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকে ঘুরতে থাকলাম
পত্রিকায় পাতায় পাতায়__
নিজকে বড় অচেনা লাগে আজ __অবিশ্বাসও লাগে কখনো কখনো
এই আমি কত কি-না করতে পারতাম__
কত কেউ চর চর করে ছুঁইলো আকাশের সীমানা__সে যোগ্যতা আমারও ছিলো
সুন্দর আর কল্যাণ বিসর্জন দিতে পারিনি বলে__আজ ভবঘুরে অভিবাসী এই
শহরে__
আয়নায় কতদিন দেখিনা মুখ
দেখলে নিজকে অচেনা লাগে __সেই পবিত্র কিশোরকুমার
আজ আমি পরাজিত এক সৈনিকের খেতাব কাঁধে ঝুঁলে হাটিঁ রাজপথ__বাবার
পবিত্র হাতে আদর করা সেই তুলতুলে দেহে আজ ধূলো-বালি,খড়কুঁটো ; উৎকট ঘামের
দুর্গন্ধ।__নিজকে আজ বড় অচেনা লাগে...
১৯.০৬.২০১৫
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৫ রাত ৮:৫৯