সর্বজন শ্রদ্বেয় খান আতাউর রহমান (প্রয়াত), সত্য সাহা(প্রয়াত), খন্দকার নুরুল আলম, আজাদ রহমান ,আলাউদ্দিন আলী প্রমুখরা আমাদের দেশের কিছু প্রথিতযশা সুরকারদের কয়েকজন ।এদেশের অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা তারা। তবে কালেভদ্রে তারা নিজেরাও মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কখনোবা শিল্পী হিসেবেও আবির্ভুত হয়েছেন বিভিন্ন সময়ে। এবং সেসব গান এতটাই জনপ্রিয় হয়েছিল যে ইচ্ছে করলে সুর দেবার পাশাপাশি শিল্পী হিসেবে ও তারা প্রতিষ্টা লাভ করতে পারতেন। কেন করেন নাই, সেটা অনেক শ্রোতার মত আমারও প্রশ্ন। যাইহোক, বরেণ্য এই সুরকারদের কন্ঠের কিছু গান নিয়ে একটা ব্যতিক্রমী সংকলন--
খান আতাউর রহমানঃ
১। শ্যামল বরন মেয়েটি (কাচের দেয়াল)
Click This Link)
২। এ তালা ভাঙবো আমি কেমন করে (জীবন থেকে নেয়া)
Click This Link)
৩। সোনারোদে ভরা এই (কখনো আসেনি)
Click This Link)
৪। দুনিয়া বড় এলোমেলো (কখনো আসেনি)
Click This Link)
সত্য সাহাঃ
৫। লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না (সমাধান)
Click This Link)
৬। দিগন্তে দাঁড়িয়ে দু'বাহু বাড়িয়ে (আলিঙ্গন)
Click This Link)
৭।ভাবী যেন লাজুকলতা (আবির্ভাব)
Click This Link)
৮। আজ আমার এ কি হল (বিনিময়)
Click This Link)
খন্দকার নুরুল আলমঃ
৯। চোখ যে মনের কথা বলে (যে আগুনে পুড়ে)
Click This Link)
১০। আমি চাঁদকে বলেছি আজ রাতে (আধুনিক)
Click This Link)
আলাউদ্দিন আলীঃ
১১। কিবা যাদু জানো (দুই পয়সার আলতা)
Click This Link)
আজাদ রহমানঃ
১২। ভালবাসার মুল্য কত (এপার ওপার)
Click This Link)
১৩। ডোরা কাঁটা দাগ দেখে (দস্যু বনহুর)
Click This Link)
১৪। লোকে আমায় কয় গুনাহগার (গুনাহগার)
Click This Link)
১৫। প্রিয়তমা , প্রিয়তমা (রাজবাড়ী)
Click This Link)