বড্ড দেরী করে ফেলি সবখানে............
দেরী করে ফেলি, বড্ড দেরী করে ফেলি-
হাতের নাগাল থেকে সটকে যায় সব খবরের ট্রেন,
ষ্টেশনে পড়ে থাকি আমি একা।
গুটিকয় হ্যাংলা মেয়েমানুষ আর
ন্যাংটো ক’টা ছেলে ডাষ্টবিন খুঁটে খুঁটে কি যেন দেখে,
চকচকে চোখে চায়, ক্ষুধারা ঝিলিক দেয় ?
আমি সে ঝিলিক বুঝতে পারিনে, বড্ড দেরী করে ফেলি।
আমি নাগরিক সভ্যতা জড়ানো বাসটির খোঁজ করি,
হায়.... সে বাসে উঠতেও বড্ড দেরী হয়ে যায়!
মুঠি থেকে পিছলে যাওয়া শিংঙিমাছের মতো
বাসটিও পিছলে যায় বারবার।
মৃত্তিকার জঠর থেকে সব পৌরানিকতা নিয়ে
বাসটি দূরগামী হয় কালের সর্পিল পথে,
শুধু ফেলে রাখা আমায় নিয়ে
রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকতে হয় জীবনভর!
ঐ রিক্সায় বুঝি ঠাস বুনটের শাড়ী গায়ে কবিতা যায়,
আমি দুদ্দার দৌঁড়ে যাই কবিতাকে ধরবো বলে
বড্ড দেরী হয়ে যায় আবারও।
রিক্সাটা ফসকে যায় চোখ থেকে
ফসকে যায় কবিতার শরীরও-
আমি শুধু দেরী করে ফেলি, বড্ড দেরী করে ফেলি সবখানে............
[ বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে সহব্লগার' ল 'এর পোস্টটি দেখে মনে হলো বড্ড দেরী হয়ে গেছে দিনটাকে ধরতে। একে তো কবিতায় বিরাগ মানুষ, আর উপরে ব্লগে ব্লগারদের উপস্থিতির খরা, সব মিলিয়ে কবিতার দিনটাকে নিয়ে খেলবে কারা !
তাই - ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা………]
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৯ রাত ১০:৪৮