সেকাল
প্রতীক্ষায় ছিলে জানি, অশ্রু ছলছল চোখে
জানালার পাশে ।
আমাকে দেখার আশে উৎকন্ঠা মেখে
দাঁড়িয়েছিলে, পাছে এসে ফিরে যাই
এই ভয়ে ।
নিমন্ত্রন ছিলো পড়ন্ত বিকেল বেলা
যেন আসি চা খেতে, তোমার হাতে
বানানো পকৌড়া আর নিম্কির সাথে,
দু’জনে পাশাপাশি, হাতে হাত রাখি ।
কি করবো বলো, খুব যে কাজ ছিলো
সারাদিন । নিমন্ত্রন রাখিনি বলে
যদি অপরাধ করে থাকি কোনও ভুলে,
ক্ষমা করে দিও ।
আর একদিন আসবো নিমন্ত্রনে,
কথা যে ছিলো অনেক, তোমার সাথে সঙ্গোপনে ।
একাল
বিকেলে চা খেতে যাবো কথা ছিলো, রাইট ?
স্যরররর…..রি, যাওয়া হয়নি ।
মেইনলি সেই সকাল থেকে এক ভীষন আর্জেন্ট কাজে
আটকে ছিলাম সন্ধ্যা অবধি ।
জানি রেগে আছো, এক্সকিউজ চাই ।
লিসেন ! এবার আসল কথাটি শোনো,
যে ছেলেটি এই চিঠি নিয়ে যাবে
তাকে দু’শ টাকা দিয়ে দেবে
আমার পকেট এখোন গড়ের মাঠ ।
আর, চা খেতে ? হ্যা, আসবো আরেকদিন, ওকে !
ছবি - ইন্টারনেট থেকে।
[ দায় স্বীকার: ব্লগার আখেনাটেন এর পোস্টকৃত "ট্রিলজি কবিতার চাষবাস" কবিতাটির সম্পুরক হিসেবে এই কবিতা যুগল দিতে হলো।]
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৮