ঊর্ণনাভ
কী সুক্ষ চতুরতায় বুনে যাও
তন্তুবিহীন স্বপ্নের মায়াজাল ,
এক ভয়াল কারিগর যেন
পেতে রাখো দাড়িম্ব ডালে
ধূঁপছায়া রঙ ফাঁদ এক অকালে।
কী অবাক কারচুপি কাজে ভরাও
হিরন্ময় দ্যুতি জ্বেলে রাখো,
সিঁথির মতো পথ রাখো খুলে
সিঁড়ি ভেঙে ভেঙে অনায়াসে
যেন কেউ উঠে আসে ।
জানেনা অবোধ কেউ
পেতে রাখা উর্মিমালা জাল
টেনে নেবে কোন গহীনে ,
অজগরী বাহুডোরে সংগোপনে
ঊর্ণনাভ রাত শুধু প্রহর গোনে ।
বিজন ঘাসে দুলে যায় ছায়া
মরনডাক ডেকে ডেকে যায়
ভয়ার্ত তক্ষক এক অবাক চোখে ।
ধীরে ধীরে আসো কাছে নিঃসাড়ে
শিকার গেঁথে ফেল নির্ভূল একেবারে ।
কতোদিন কতোরাত ধরে
বিশ্রাম বিহীন অপেক্ষার পরে
কেউ ধরা দেবে যত্নে পাতা ফাঁদে,
সুপ্ত বাসনায় বোনা এই জাল
ধ্রুপদী ছলে হয়না বিফল ।
শুধু ধরা পড়া অবুঝ শিকার
জানেনা, এ বাঁধন ছেড়ে শক্তি কার !
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৭