নতুন অদক্ষ জনশক্তি থেকে দক্ষ শ্রমশক্তি তৈরী এবং দক্ষ জনশক্তির দক্ষতা বৃদ্দির লক্ষ্যে Skills for Employment Investment Programme (SEIP) হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) এবং সুইজারল্যান্ড সরকারের সহায়তায় বাংলাদেশ সরকারের একটি উদ্দ্যোগ। এর মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে মোট ১৫ লক্ষ্য জনশক্তিকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে। মোট প্রকল্প ব্যয় প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৮০০০ কোটি টাকা। প্রথম দফায় ২০১৭ সালের মধ্যে মোট ২ লক্ষ ৬০ হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হবে। এতে ৬টি ক্রম বিকাশমান খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
খাত গুলো হলো
১. তৈরী পোষাক শিল্প
২. বিল্ডিং কনস্ট্রাকশন
৩. ইনফরমেশন টেকনোলজি (আই টি)
৪. মাঝারি শিল্প / লাইট ইঞ্জিনিয়ারিং
৫. চামড়া শিল্প
৬. জাহাজ নির্মান শিল্প
জাহাজ নির্মান শিল্পে ২০১৭ সালের মধ্যে অদক্ষ ও দক্ষ মিলিয়ে মোট ১০ হাজার জনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে। রপ্তানিমুখী জাহাজ নির্মান মালিক সমিতি মূলত এই প্রশিক্ষণ পরিচালনা করবে। জাহাজ নির্মান শিল্পে প্রধানত ওয়েল্ডিং এবং ইলেকট্রিকাল সেকশন এ ট্রেনিং দেয়া হবে। অদক্ষদের জন্য ট্রেনিং ৩ মাস আর দক্ষদের জন্য ট্রেনিং ১৫ দিন । অদক্ষরা প্রতিমাসে ট্রেনিং ভাতা পাবে ৩ হাজার টাকা আর দক্ষরা এককালীন ট্রেনিং ভাতা পাবে আড়াই হাজার টাকা । ওয়েল্ডিং এর ক্ষেত্রে ট্রেনিং শেষ করে পরীক্ষায় উত্তিন্নরা পাবেন নরওয়ে ভিত্তিক আন্তর্জাতিক ক্লাসিফিকেসন সোসাইটি ডিএনভি জিএল (DNVGL) এর সনদপত্র । এই উপলক্ষ্যে এ সপ্তাহে একটি চুক্তি সাক্ষরিত হয়ে গেল ।
আপনার আসে পাশের কেউ বেকার থাকলে তাকে এই খবরটি জানাতে ভুলবেন না !!
এই ট্রেনিং সম্পর্কে আরো বিস্তারিত আরো কিছু জানতে কমেন্ট এর লিংক অনুসরণ করতে পারেন ।
SEIP website
ইতোমধ্যে আপনারা হয়ত পত্রিকায় দেখেছেন, তবুও কিছু পেপার কাটন শেয়ার করলাম
কালের কন্ঠ ০৩ ফেব্রুয়ারী ২০১৬
কালের কন্ঠ ০৯ ডিসেম্বর ২০১৫
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪