somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঃস্ব হয়ে যাওয়া প্রবাসীর কান্না…

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের সবুজ সুন্দর একটি গ্রামের ছেলে আজিম উদ্দিন। হাইস্কুলে পড়ার সময়ই মারা যায় তার বাবা। দুই ভাই এক বোনের সংসারে সে ছিলো সবার বড়, তাই পরিবারের প্রয়োজনে ছোট বেলা থেকেই কর্মজীবন শুরু হয় আজিমের। ভাই ও বোনকে লেখাপড়া শেখালেও নিজে আর পড়তে পারে নাই। ছোট বোনের বিয়ে পর বিয়ে করে সে। একটি সন্তানের জনক সে । কৃষি কাজ করার পাশাপাশি আজিম তিনটি গরু ও কিছু হাঁস-মুরগী দিয়ে প্রতিদিনের বাজারের খরচ চলতো এবং মাস শেষে কিছু টাকা ব্যাংকে সঞ্চয়ও করতে পারতো। সুখে শান্তিতেই কাটছিলো তাদের জীবন।

কিন্তু হঠাৎ তার কথা হয়, সিঙ্গাপুর ফেরত পাশের বাড়ির সুলতানের সাথে। সে জানায় সিঙ্গাপুরে গেলেই প্রচুর বেতনে কাজ করতে পারবে আজিম, কম করে হলেও মাসে ষাট থেকে আশি হাজার টাকা বেতন পাবে। এই কথা শুনে তো আজিম চমকে যায়। মনে মনে চিন্তা করে ফেলে একবার যদি সিঙ্গাপুর যেতে পারতাম!, এবার আজিম সুলতানের কাছে জানতে চায় কেমন করে সিঙ্গাপুরে যাবো? কি কি করতে হবে?

সুলতান তাকে জানায়, সিঙ্গাপুরে যেতে হলে কন্সট্রাকশন স্কীল করতে হবে, আর স্কীল পরিক্ষা কোন সমস্যা না টাকা দিলেই পাস করিয়ে দিবে ট্রেনিং সেন্টারগুলো, তারপর সিঙ্গাপুরে নেওয়া সব ব্যবস্থা করবে সুলতান। আজিম সুলতানকে জিজ্ঞাসা করে কত টাকা লাগবে সিঙ্গাপুর যেতে? তখন সুলতান জানায়, চার লক্ষ টাকার মতো লাগবে। আজিম ভাবলো চার লক্ষ টাকা খরচ করে যদি মাসে ষাট থেকে আশি হাজার টাকা রোজগার করা যায় তাহলেতো ভালোই হয়। আজিম তার বউকে বলে কয়েক বছর বিদেশে কাজ করে আসি তাহলে যদি একটা পাকা বাড়ী করা যায়। তোমাদের জন্যও বিদেশ থেকে কত কিছু পাঠাতে পারবো। সবশুনে আজিমের বউ বলে, যান তাহলে।
বউয়ের সম্মতি পেয়ে আজিম ট্রেনিং সেন্টারে যায়। ট্রেনিং সেন্টারের কর্মকর্তারা জানায় ত্রিশ হাজার টাকা ট্রেনিং ফি ও থাকা খাওয়ার জন্য দিতে হবে আরো চল্লিশ হাজার টাকা সহ পাসর্পোট জমা দিতে হবে। আজিম বলে আমার তো পাসপোর্ট নাই। তখন ট্রেনিং সেন্টারের একজন কর্মকর্তা বলে পাসপোর্ট আমরা করে দিতে পারি তবে জরুরী পাসপোর্ট এর জন্য দশ হাজার টাকা লাগবে, আজিম তাতে রাজি হয়ে গেলো। ট্রেনিং করলো আজিম, সিঙ্গাপুরের থেকে লোকজন এসে পরিক্ষা নেয় তার, কিন্তু সে কিছু বুঝতে পারিনি তাদের কথা, টেনিং সেন্টারের মামাদের ইসারায় কিছু প্র্যাটিক্যাল কাজ করে আজিম।

ট্রেনিং সেন্টারের একজন কর্মকর্তা জানায় তাকে পাস করতে হলে আরো এক লক্ষ টাকা বেশী দিতে হবে, এখন মাঝ পথে এসে আজিম ভাবে কি করার। সে তাদের দাবীকৃত আরো এক লক্ষ টাকা প্রদান করে। কিছুদিন পর ট্রেনিং সেন্টার থেকে ফোন আসে আজিম পাস করেছে জানায় তারা। ফোন পেয়ে ট্রেনিং সেন্টারে যায় আজিম, সে তার কন্সট্রাকশন ট্রেনিং এর সার্টিফিকেট ও পাসপোর্ট চায় তখন সেন্টার থেকে তাকে জানায় তার আরো এক লক্ষ টাকা দিতে হবে। সিঙ্গাপুর থেকে ট্রেনিং এর সার্টিফিকেট আনতে খরচ বেশী হয়েছে। টাকা না দিলে সার্টিফিকেট দিবে না তারা, আজিম বাধ্য হয়ে তাদের হাত পা ধরে আশি হাজার টাকা দিয়ে সার্টিফিকেট নেয়। ট্রেনিং বাবদ তার খরচ হয় মোট দুই লক্ষ ষাট হাজার টাকা।

এবার আজিম যোগাযোগ করে সিঙ্গাপুরে থাকা সুলতানের সাথে। সুলতান বলে ভিসা করতে লাগবে চার লক্ষ টাকা। তবে শুরুতে পঞ্চাশ হাজার দিলেই চলবে বাকিটা ভিসা হওয়ার পরে আর পাসপোর্ট এর কপি তার কাছে পাঠাতে বলে। এখন তো আজিম উদ্দিনের মাথায় হাত সে সুলতানকে বলে, ভাই আপনি না বলেছিলেন চার লক্ষ টাকা হলেই সিঙ্গাপুর যাওয়া যাবে, আমিতো দুই লক্ষ ষাট হাজার টাকা খরচ করছি, এখন আবার এতো টাকা লাগবে কেন? সুলতান বলে ভাই ট্রেনিং আর ভিসা এক না সুতরাং আপনি আসবেন কি আসবেন তা আপনার সিদ্ধান্ত।


বেচারা আজিম কি করবে এখন? এতো টাকা খরচ করে ট্রেনিং করলো এখন সিঙ্গাপুরে না গেলে দুই লক্ষ ষাট হাজার টাকা জলে। সঞ্চয়ের টাকা ট্রেনিং করেই শেষ, তাই ব্যাংক থেকে নিজের শেষ সম্বল ভিটা জমি টুকু বন্ধক রেখে দুই লক্ষ টাকা ঋণ নেয়, গরু তিনটা বিক্রয় করে আরো দেড় লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে সে সিঙ্গাপুর আসে। সিঙ্গাপুরে আসার পর সে প্রতিদিন ষোল ঘন্টা এবং ছুটির দিনেও কাজ করে বেতন ও ওভারটাইম মিলিয়ে চল্লিশ হাজার টাকা( দুই তিন হাজার কম-বেশী)। সেখান থেকে আবার বাসা ভাড়া বাবদ কাটা হয় প্রায় আট হাজার টাকা। খাওয়ার খরচ দশ হাজারে কোনমতে হয়ে যায়। যাতায়াত ও অন্যান্য খরচ আরো প্রায় পাঁচ হাজার টাকা। নিতান্তই যে সকল খরচ না করলেই নয় সেটুকুই করে আজিম মিয়া! (আজিম উদ্দিন থেকে আজিম মিয়া বানিয়ে দেন ট্রেনিং সেন্টার থেকে যারা তাকে পাসপোর্ট করতে সহযোগিতা করে)

সিঙ্গাপুরে আসার পর থেকে আজিম মাসে এক, দুইবার ফোন করে পরিবারের কাছে। মোবাইলে মাসে দশ ডলার রিচার্জ করার মতোও সাধ্য নেই তার, কারণ মাথার উপর বিশাল ঋণ। মাস শেষে তার এখন সঞ্চয় প্রায় সতের হাজার টাকা। এদিকে তার সিঙ্গাপুরে কাজের মেয়াদ হলো একবছর। এই একবছরে সে দেশে পাঠাতে পারবে দুইলক্ষ চার হাজার। এরমানে ছয় লক্ষ ষাট হাজার টাকা খরচ করে এক বছর খেটে তার ক্ষতি হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকার মতো। এই ভাবনা এবং প্রতিদিন ষোল ঘন্টা কাজ করে শুকিয়ে কাঠ হয়ে যায় আজিম মিয়া!, কাজের সময় কোম্পানির তামিল সুপার ভাইজার কি বলে তা সে খুব একটা বোঝে না তাকে বোঝানোর জন্য আবার আরেক বাংলাদেশী শ্রমিক ডাকতে হয়। যার জন্য শুনতে হয় অনেক বকা। কাজ করে আর কাদেঁ আজিম মিয়া, আর মনে মনে বলে কতই না শান্তিতে ছিলাম বাংলাদেশে।

পাকা বাড়ি না থাকলেও কুঁড়ে ঘরে থেকেও তো স্ত্রী সন্তানের কাছে ছিলাম, মাস শেষে কৃষি কাজ ও গরু পালনের মাধ্যমে আট থেকে দশ হাজার টাকা সঞ্চয় করতে পারতাম। এভাবেই অনেক আজিম মিয়ারা নিঃস্ব হয়ে যাচ্ছে, পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতে এসে প্রতি মিনিটে কাদঁতে হচ্ছে। মাঝ থেকে লাভবান হচ্ছে আমাদের দেশের অসাধু ট্রেনিং সেন্টার ও সুলতানের মতো দালালেরা।
এর দায় কি শুধু আজিম উদ্দিনের?
বাংলাদেশের সবুজ সুন্দর একটি গ্রামের ছেলে আজিম উদ্দিন। হাইস্কুলে পড়ার সময়ই মারা যায় তার বাবা। দুই ভাই এক বোনের সংসারে সে ছিলো সবার বড়, তাই পরিবারের প্রয়োজনে ছোট বেলা থেকেই কর্মজীবন শুরু হয় আজিমের। ভাই ও বোনকে লেখাপড়া শেখালেও নিজে আর পড়তে পারে নাই। ছোট বোনের বিয়ে পর বিয়ে করে সে। একটি সন্তানের জনক সে । কৃষি কাজ করার পাশাপাশি আজিম তিনটি গরু ও কিছু হাঁস-মুরগী দিয়ে প্রতিদিনের বাজারের খরচ চলতো এবং মাস শেষে কিছু টাকা ব্যাংকে সঞ্চয়ও করতে পারতো। সুখে শান্তিতেই কাটছিলো তাদের জীবন।

কিন্তু হঠাৎ তার কথা হয়, সিঙ্গাপুর ফেরত পাশের বাড়ির সুলতানের সাথে। সে জানায় সিঙ্গাপুরে গেলেই প্রচুর বেতনে কাজ করতে পারবে আজিম, কম করে হলেও মাসে ষাট থেকে আশি হাজার টাকা বেতন পাবে। এই কথা শুনে তো আজিম চমকে যায়। মনে মনে চিন্তা করে ফেলে একবার যদি সিঙ্গাপুর যেতে পারতাম!, এবার আজিম সুলতানের কাছে জানতে চায় কেমন করে সিঙ্গাপুরে যাবো? কি কি করতে হবে?
সুলতান তাকে জানায়, সিঙ্গাপুরে যেতে হলে কন্সট্রাকশন স্কীল করতে হবে, আর স্কীল পরিক্ষা কোন সমস্যা না টাকা দিলেই পাস করিয়ে দিবে ট্রেনিং সেন্টারগুলো, তারপর সিঙ্গাপুরে নেওয়া সব ব্যবস্থা করবে সুলতান। আজিম সুলতানকে জিজ্ঞাসা করে কত টাকা লাগবে সিঙ্গাপুর যেতে? তখন সুলতান জানায়, চার লক্ষ টাকার মতো লাগবে। আজিম ভাবলো চার লক্ষ টাকা খরচ করে যদি মাসে ষাট থেকে আশি হাজার টাকা রোজগার করা যায় তাহলেতো ভালোই হয়। আজিম তার বউকে বলে কয়েক বছর বিদেশে কাজ করে আসি তাহলে যদি একটা পাকা বাড়ী করা যায়। তোমাদের জন্যও বিদেশ থেকে কত কিছু পাঠাতে পারবো। সবশুনে আজিমের বউ বলে, যান তাহলে।
বউয়ের সম্মতি পেয়ে আজিম ট্রেনিং সেন্টারে যায়। ট্রেনিং সেন্টারের কর্মকর্তারা জানায় ত্রিশ হাজার টাকা ট্রেনিং ফি ও থাকা খাওয়ার জন্য দিতে হবে আরো চল্লিশ হাজার টাকা সহ পাসর্পোট জমা দিতে হবে। আজিম বলে আমার তো পাসপোর্ট নাই। তখন ট্রেনিং সেন্টারের একজন কর্মকর্তা বলে পাসপোর্ট আমরা করে দিতে পারি তবে জরুরী পাসপোর্ট এর জন্য দশ হাজার টাকা লাগবে, আজিম তাতে রাজি হয়ে গেলো। ট্রেনিং করলো আজিম, সিঙ্গাপুরের থেকে লোকজন এসে পরিক্ষা নেয় তার, কিন্তু সে কিছু বুঝতে পারিনি তাদের কথা, টেনিং সেন্টারের মামাদের ইসারায় কিছু প্র্যাটিক্যাল কাজ করে আজিম।

ট্রেনিং সেন্টারের একজন কর্মকর্তা জানায় তাকে পাস করতে হলে আরো এক লক্ষ টাকা বেশী দিতে হবে, এখন মাঝ পথে এসে আজিম ভাবে কি করার। সে তাদের দাবীকৃত আরো এক লক্ষ টাকা প্রদান করে। কিছুদিন পর ট্রেনিং সেন্টার থেকে ফোন আসে আজিম পাস করেছে জানায় তারা। ফোন পেয়ে ট্রেনিং সেন্টারে যায় আজিম, সে তার কন্সট্রাকশন ট্রেনিং এর সার্টিফিকেট ও পাসপোর্ট চায় তখন সেন্টার থেকে তাকে জানায় তার আরো এক লক্ষ টাকা দিতে হবে। সিঙ্গাপুর থেকে ট্রেনিং এর সার্টিফিকেট আনতে খরচ বেশী হয়েছে। টাকা না দিলে সার্টিফিকেট দিবে না তারা, আজিম বাধ্য হয়ে তাদের হাত পা ধরে আশি হাজার টাকা দিয়ে সার্টিফিকেট নেয়। ট্রেনিং বাবদ তার খরচ হয় মোট দুই লক্ষ ষাট হাজার টাকা।


এবার আজিম যোগাযোগ করে সিঙ্গাপুরে থাকা সুলতানের সাথে। সুলতান বলে ভিসা করতে লাগবে চার লক্ষ টাকা। তবে শুরুতে পঞ্চাশ হাজার দিলেই চলবে বাকিটা ভিসা হওয়ার পরে আর পাসপোর্ট এর কপি তার কাছে পাঠাতে বলে। এখন তো আজিম উদ্দিনের মাথায় হাত সে সুলতানকে বলে, ভাই আপনি না বলেছিলেন চার লক্ষ টাকা হলেই সিঙ্গাপুর যাওয়া যাবে, আমিতো দুই লক্ষ ষাট হাজার টাকা খরচ করছি, এখন আবার এতো টাকা লাগবে কেন? সুলতান বলে ভাই ট্রেনিং আর ভিসা এক না সুতরাং আপনি আসবেন কি আসবেন তা আপনার সিদ্ধান্ত।

বেচারা আজিম কি করবে এখন? এতো টাকা খরচ করে ট্রেনিং করলো এখন সিঙ্গাপুরে না গেলে দুই লক্ষ ষাট হাজার টাকা জলে। সঞ্চয়ের টাকা ট্রেনিং করেই শেষ, তাই ব্যাংক থেকে নিজের শেষ সম্বল ভিটা জমি টুকু বন্ধক রেখে দুই লক্ষ টাকা ঋণ নেয়, গরু তিনটা বিক্রয় করে আরো দেড় লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে সে সিঙ্গাপুর আসে। সিঙ্গাপুরে আসার পর সে প্রতিদিন ষোল ঘন্টা এবং ছুটির দিনেও কাজ করে বেতন ও ওভারটাইম মিলিয়ে চল্লিশ হাজার টাকা( দুই তিন হাজার কম-বেশী)। সেখান থেকে আবার বাসা ভাড়া বাবদ কাটা হয় প্রায় আট হাজার টাকা। খাওয়ার খরচ দশ হাজারে কোনমতে হয়ে যায়। যাতায়াত ও অন্যান্য খরচ আরো প্রায় পাঁচ হাজার টাকা। নিতান্তই যে সকল খরচ না করলেই নয় সেটুকুই করে আজিম মিয়া! (আজিম উদ্দিন থেকে আজিম মিয়া বানিয়ে দেন ট্রেনিং সেন্টার থেকে যারা তাকে পাসপোর্ট করতে সহযোগিতা করে)।

সিঙ্গাপুরে আসার পর থেকে আজিম মাসে এক, দুইবার ফোন করে পরিবারের কাছে। মোবাইলে মাসে দশ ডলার রিচার্জ করার মতোও সাধ্য নেই তার, কারণ মাথার উপর বিশাল ঋণ। মাস শেষে তার এখন সঞ্চয় প্রায় সতের হাজার টাকা। এদিকে তার সিঙ্গাপুরে কাজের মেয়াদ হলো একবছর। এই একবছরে সে দেশে পাঠাতে পারবে দুইলক্ষ চার হাজার। এরমানে ছয় লক্ষ ষাট হাজার টাকা খরচ করে এক বছর খেটে তার ক্ষতি হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকার মতো। এই ভাবনা এবং প্রতিদিন ষোল ঘন্টা কাজ করে শুকিয়ে কাঠ হয়ে যায় আজিম মিয়া!, কাজের সময় কোম্পানির তামিল সুপার ভাইজার কি বলে তা সে খুব একটা বোঝে না তাকে বোঝানোর জন্য আবার আরেক বাংলাদেশী শ্রমিক ডাকতে হয়। যার জন্য শুনতে হয় অনেক বকা। কাজ করে আর কাদেঁ আজিম মিয়া, আর মনে মনে বলে কতই না শান্তিতে ছিলাম বাংলাদেশে।

পাকা বাড়ি না থাকলেও কুঁড়ে ঘরে থেকেও তো স্ত্রী সন্তানের কাছে ছিলাম, মাস শেষে কৃষি কাজ ও গরু পালনের মাধ্যমে আট থেকে দশ হাজার টাকা সঞ্চয় করতে পারতাম। এভাবেই অনেক আজিম মিয়ারা নিঃস্ব হয়ে যাচ্ছে, পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতে এসে প্রতি মিনিটে কাদঁতে হচ্ছে। মাঝ থেকে লাভবান হচ্ছে আমাদের দেশের অসাধু ট্রেনিং সেন্টার ও সুলতানের মতো দালালেরা।
এর দায় কি শুধু আজিম উদ্দিনের?
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।

লিখেছেন সোনাগাজী, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৮



এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন

বিড়াল নিয়ে হাদিস কি বলে?

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৪



সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১





বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২



জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন

=বেলা যে যায় চলে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯



রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।

সব কী... ...বাকিটুকু পড়ুন

×