বয়সের সাথে সাথে মানুষের জীবন নিয়ে ভাবনাও যে বৃদ্ধি পায় তা শুনেছি বহুবার। তবে আমার এই যুবক বয়সে এসে তা হারে হারে বুঝতে পারছি। অনেক হতাশা নিয়ে আজকের লিখছি। নিজের মনের কষ্টটা লাগোব করার জন্য।
সমস্যা নং ১। প্রবাসে আছি চাকুরি করছি, তবে এটা কোন স্থায়ী কাজ নয় চুক্তি ভিত্তিক। ২ বছরের চুক্তি। চুক্তি শেষ আর কম্পানির যদি কাজ না থাকে তবে দেশে ফিরে যেতে হকে। আর এখানেও যে আহামরি বেতন পাচ্ছি তা কিন্তু নয়।
বিদেশী হিসেবে আমাদের কখনোই তারা দাম দেয় না। দেয় না যোগ্যতানুযায়ী পারিশ্রমিক। তারপর আবার সিঙ্গাপুরের মত ব্যয়বহুল দেশে বাসা ভাড়া, খাবারের খরচ, যাতায়াত খরচ এতো বেশী যা আমার বেতন ও ওভারটাইম এর ৮০ ভাগই খরচ হয়ে যায়। বাকি থাকা ২০ভাগ যা পরিবারের খরচই হয় না। সুতরাং এভাবে বিদেশে থেকে আমার লাভ কি??
সমস্যা নং ২
সিঙ্গাপুর থেকে ডিপ্লোমা করলাম। কিন্তু বিদেশী হওয়ায় প্রমোশন পাচ্ছি না। আবার অন্য জায়গায় কাজের চেষ্টা করছি সেখানেও সরকারি নানান নিয়মাবলীর কারণে হচ্ছে না। প্রতি মাসেই সিঙ্গাপুরের সরকার যেভাবে বিদেশী বিশেষ করে বাংলাদেশীদের উপর নতুন নতুন নিয়ম করছে তাতে করে মনে হচ্ছে যে তারা সরাসরি বলতে পারছে না যে "তোমরা আমাদের দেশ ছেড়ে চলে যাও"
এই অবস্থায় কি করবো বুঝতে পারছিনা। খুবই সিদ্ধান্তহীনতায় ভুগছি। যানি না কি করা যায়।