একটা কথা আছে পেটে খেলে পিঠে সয়। যে ভলবাসে, সে একটু আধটু কষ্ট দিলে তেমন লাগে না,বা লাগতে নেই।এই অধিকার বোধটা ভালবাসা থেকে ই আসে।কিন্তূ তুমি আমারে ভালবাসবা না, আমার দিকে ফিরা চাইবা না তার উপর সব দায় ভার আমাকে ই ব হন করতে হবে তা তো হয় না।
মনে হয় বলি" আমি আর কত বড় হবো......ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তুমি আমকে তিন প্রহরের বিল দেখাবে!"
সরকার যদি আমাদের ভালোর জন্য ই সব করে থাকে ভালো, তার পর ও আর একটু....আর তো মাত্র কিছু দিন!! তার পর ই সুখের রাজ্যে ঘুম পাড়ানীর গান। কিন্তু সে গান কে শুনবে? আমার মৃত আত্মা!!কিন্তু বেচে থাকলে ভাল -মন্দ,ক্ষুধা-দারিদ্র,বিপ্লব-প্রেম।সেই স্বপ্নের রাজ্যের আশায় আমরা বেঘোরে প্রান দিচ্ছি।হ্যা তাই।মৃত ব্যাক্তিরা অনন্ত বেহেস্ত এ সুখের দিন কাটাতে থাকবে, এই সরকার সেই বন্দোবস্ত ই করছেন।
আমার মুখের গ্রাস কেড়ে নিল,তাও বলা যাবে না, আমার শস্য আমাকে দাও,বললে- চির বেহেস্ত।হাজার হাজার শ্রমিকের নামে পুলিশ কেইস হচ্ছে, অপরাধ, আমার কামাই করা টাকা আমি চেয়েছি।শুধু তাই করে খান্ত হলে হতো, বাসায় বাসায় গিয়ে মার ধর,হুমকী ধামকী।নারী রা ও রেহাই পায় নি।কেন সেই সব পুলিশের নামে কেইস হবে না? কেন সরকার কে হুকুমের আসামী করা হবে না?
তোমরা আমাকে শন্ত হতে বলো কিন্তু কেন হবো? কি দিয়েছ তোমরা আমকে? আমার শ্রমের ১৬ আনা আমি তোমাদের দিয়েছি,বিনিময়ে বুটের লাথি? কেন? তুমি কি আমার অধিকার রক্ষা করেছো বা করতে সচেস্ট?তার পর ও আমি ই কেন তোমার জন্য জীবন বাজী রাখব, তোমার সেবায় জীবন উৎসর্গ করবো?কেন আমার বাড়ীই উচ্ছেদ হবে? কেন ইস্টার্ন হাউজিং এর কিছু হবে না, যে অন্যের জমি দখল করে ব্যবসা করে, কেন আমার দোকান ই ভাঙ্গচুর হবে?আমি তো হেরোইন পাচার করি না, দেশী মালের পিছনে বিদেশী মাল রাখি না? আমার তো ব্যাংক এ কোন একাউন্ট ই নাই।কেন ? কেন?
-জরূরী অবস্থায় কোন মৌলিক অধিকার থাকে না।
তবে তোমরা কিসের অধিকারে এই সব করে বেড়াচ্ছ।এই অধিকার তোমাদের কে দিয়েছে?এটা যদি আমি দিয়ে থাকি, আমি ই সেই অধিকার কেড়ে নিতে চাই।এই দেশ তোদের বাপের কিনা সম্পদ না। এই দেশ আমাদের, বাপ -দাদার, আমাদের সন্তানের। এই দেশ মানুষের জন্য কোন প্রোগ্রামড রোবোটের জন্য না।ভুলে যাস না, এটা বাংলাদেশ।দা কুড়াল,ঝারু, আর লাঠি দিয়ে পিটায়ে লড়াই করে অধিকার আদায় করেছে ৭১ এ।
সাধু সাবধানে নৌকায় চড়....