বছরজুড়ে উল্লেখযোগ্য ঘটনাসমূহ
১. যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি।
২. বাংলা ব্লগ কমিউনিটি সংক্রান্ত প্রথম জরিপ পরিচালনা
৩. হৃদযন্ত্রে মারাত্মক রোগে আক্রান্ত উপমার চিকিৎসার্থে সফল ক্যাম্পেইন
৪. একুশে বইমেলায় সামহোয়্যারইন... ব্লগ গল্প সংকলন 'অপরবাস্তব ৩' এর প্রকাশ।
ইউটিউব লিংক : এক, দুই, তিন, চার ও পাঁচ।
৫. একুশে বই মেলায় বিপুলসংখ্যক ব্লগারের লেখক হিসেবে আত্মপ্রকাশ।
৬. ব্লগার মাহবুব মাতিনের আকস্মিক মৃত্যু
৭. পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের দিনে ব্লগে সর্বাধিক সংখ্যক ব্লগারের উপস্থিতি।
৮. ডয়চে ভেলে আয়োজিত ষষ্ঠ বেস্ট অফ ব্লগস বা সেরা ব্লগ প্রতিযোগিতায় সহযোগী হিসেবে সামহোয়্যার ইন ব্লগের অংশগ্রহণ।
৯. দীর্ঘ সময় আলোচনা-সমালোচনায় থাকার পর জুনের প্রথম দিকে এটিমের চিরবিদায়।
১০. কোপেনহেগেনভিত্তিক মানবাধিকার সংস্থা চিটাগাং হিল ট্রাক্টস কমিশনের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম সফরকারী সাংবাদিক প্রতিনিধিদলে প্রথম কোনো ব্লগারের অন্তর্ভূক্তি।
১১. রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা ৩৮ হাজারে পৌঁছানো।
১২. ব্লগারদের অংশগ্রহণে মহান বিজয় দিবস উদযাপন এবং শাহবাগে আনন্দ মিছিলের আয়োজন।
বছরজুড়ে আলোচিত-সমালোচিত
১. কম্পিউটার জগৎ ব্লগ নিয়ে বিভ্রান্তি।
২. হাসিব-বাবুয়ার ব্যান, বইমেলায় অসদাচরণ ইত্যাদি নিয়ে বিতর্ক।
৩. যৌবনজ্বালা ওয়েবসাইটে গণস্বাক্ষর ক্যাম্পেইন পরিচালনা নিয়ে বিতর্ক।
৪. আস্তিক ও নাস্তিক দ্বন্দ্ব।
৫. টিপাইমুখ বাঁধ ও ল্যাম্পপোস্ট নিয়ে বিতর্ক।
৬. সামহোয়্যারইনবিরোধী আন্ডারগ্রাউন্ড গ্রুপের আত্মপ্রকাশ এবং বছরের তৃতীয়ার্ধে সমালোচনার মুখে গ্রুপ বন্ধ করে দেওয়া।
বছরজুড়ে ব্লগে উল্লেখযোগ্য পরিবর্তন
১. প্রথমবারের মতো অটোমেটেড মডারেশন পদ্ধতির প্রচলন।
২. সহজতর কমেন্ট রাইট প্যানেল সংযোজন।
৩. প্রথম বাণিজ্যিক বিজ্ঞাপনদাতা হিসেবে একটেলের আগমন
৪. অসৎ উদ্দেশ্যে রেটিং সুবিধার অপব্যবহারের অভিযোগে বিপুলসংখ্যক নিক নিষিদ্ধ।
৫. স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া ব্লগের পোস্ট প্রদর্শনের নিয়ম প্রচলন।
বছরজুড়ে ই-সংকলন
১. ব্লগারদের প্রিয় কবিতা
২. মা দিবস সংকলন
৩. ১ ব্যাগ কবিতা [লিংক পাওয়া যায়নি]
বছরজুড়ে ব্লগ-আড্ডা
:: ২৫ জুন ২০০৯, স্থান : গুলশান
:: ১৫ সেপ্টেম্বর ২০০৯, স্থান : শাহবাগ
:: ১৯ শে সেপ্টেম্বর ২০০৯, স্থান : মিরপুর
:: ২ অক্টোবর ২০০৯, স্থান : রবীন্দ্র সরোবর
:: ২৩ অক্টোবর ২০০৯, স্থান : বলধা গার্ডেন, টিকাটুলী
অদম্য চব্বিশ
[বিচারের মাপকাঠি : ব্লগবয়স ৩ বছর+, কমপক্ষে ৩০০ পোস্ট এবং অন্তত গত নভেম্বর ২০০৯ পর্যন্ত যারা ব্লগে সক্রিয় ছিলেন]
কৌশিক, জামাল ভাস্কর, অন্যমনস্ক শরৎ, একরামুল হক শামীম, শাহানা, অমি রহমান পিয়াল, অণৃণ্য, ব্রাত্য রাইসু, মিলটন, মদন, হাসান, ত্রিভূজ, মুহিব, ঝড়ো হাওয়া, রাগ ইমন, মাহবুব মোর্শেদ, কালপুরুষ, রাহা, সালাহউদ্দীন মুহম্মদ সুমন, রাসেল ( ........), নাজিরুল হক, পথিক!!!!!!!, মৃন্ময় আহমেদ, অনাহুত আগন্তুক।
সর্বকালের সেরা ধীরগতিসম্পন্ন ইনিংস
যৌথভাবে দেবরা ও ইমরান হাসান। ৪ বছর ১ দিন ধরে ব্লগ লিখে প্রথম জনের পোস্ট মোটে ১২টি। দ্বিতীয় জনও ব্লগ লিখছেন ৪ বছর ১দিন, তার পোস্ট ১৭টি! গত চার বছরে তাদের ব্লগ দেখা হয়েছে প্রায় ১৩ হাজার বার। ঘটনাক্রমে এই দুজন আবার সামহোয়্যারইন ব্লগের প্রতিষ্ঠাতাদের অন্যতম।
সংযুক্তি
সামহোয়্যার ইন...ব্লগে বছরের আলোচিত ১১
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:২১