আমাকে একবার চশমা পরা ছেলেটা জিজ্ঞেস করেছিল “ডাইরি কেন উপহার দেয়া হয় ?”
আমি বলেছিলাম “ডাইরির সাদা কাগজে চিঠি লিখে উপহারদাতা কে ফেরত দেয়ার জন্য”।
ভীষণ ভয় পেয়ে গেলো মনেহয় ছেলেটা । এবার জিজ্ঞেস করলো “তাহলে বই কেন উপহার দেয়া হয়?”।
আমি বললাম “বইয়ের প্রথম পৃষ্ঠায় শুভেচ্ছাপত্রে নিজের ভালোবাসা ব্যাক্ত করার জন্য” ।
কি যেন ভেবে অনেকক্ষণ পর ছেলেটা বলল “এত কষ্ট করার কি দরকার ? এরচেয়ে বরং একটা ডায়মন্ড সেট দিয়ে দিলেই হয় । অনুভূতি প্রকাশ করার দরকার হয় না। নারীর প্রথম ভালোবাসা উপহার পেয়ে সে নিজেই বাকরুদ্ধ হয়ে যাবে”।
সেই ছেলেটার কাছ থেকে আমি একটা ডাইরি উপহার পেলাম । সেই সাথে একটি ছোট্ট চিঠিও । চিঠিতে লেখা ছিল “তোমাকে আর কষ্ট দিলাম না, আমি নিজেই লিখে পুরো ডাইরিটা শেষ করেছি । কি লিখেছি তা জানি না, শুধু জানি তুমি পুরোটা পড়ে শেষ করবে। এরপর “ভালোবাসি” কথাটা আমাকে ফোনে বললেই হবে”।
---(পৃথিবীর সবচেয়ে ছোট্ট ভালোবাসার গল্প)