জানালার পাশে বসে আছি। আজ ভরা পূর্ণিমা।
কত সুন্দর। ফকফকা জ্যোৎস্না।
সাদা মেঘের ভেলারা উড়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে।
নীলাভ গহীনে। ব্যথা নিয়ে।
একরাশ বুকের ব্যাথা নিয়ে। না।
আকাশের ব্যাথা নাই। ব্যথা আছে আমাদের হৃদয়ের মাঝারে।
হারানোর ব্যথা। না পাওয়ার ব্যথা।
হাজার রকমের ব্যথা। লুকিয়ে থাকা সুপ্ত ব্যথা।
কত ব্যথা জমিয়ে আছে মনের গহীনে। হৃদির খেয়ালের ডোঙায়।
একদিন সব ব্যথা, ফেরি করে পাড়ি দিব অপার পাড়ে।
কেউ এসে খোঁজ নিবেনা। কেউ না।
তাদের এখান আসতে হলে। পৃথিবীর মায়া ত্যাগ করে আসতে হবে।
আমার মত।
আমার চলে যাওয়ার শোকে। কেউ পৃথিবীর বুকে।
কালো ব্যানারে সমবেদনা জানাবে। কেউ কান্নায় ভেঙে পড়বে।
কেউ তাদের সান্ত্বনা দিবে। প্রিয় মানুষের হারানো ব্যথা নিয়ে।
সেই ব্যথা তাদের কুড়িয়ে খাবে।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৪