আমাদের যাত্রা এখন ক্যাপ পয়েন্টের পথে। অনেকেই মনে করে ক্যাপ পয়েন্ট আফ্রিকা ভূখন্ডের দক্ষিণতম বিন্দু কিন্তু ক্যাপ পয়েন্ট আফ্রিকা ভূখন্ডের দক্ষিণতম বিন্দু নয়। সেটির নাম আগুলাস পয়েন্ট। ক্যাপ পেনিনসুলা আফ্রিকার দক্ষিণ-পশ্চিম প্রান্তের একটি অন্তরীপ, যার সবচেয়ে দক্ষিণ-পূর্ব বিন্দুটির নাম ক্যাপ পয়েন্ট আর সবচেয়ে দক্ষিণ-পশ্চিম বিন্দুটি হল ঐতিহাসিক ক্যাপ অফ গুড হোপ। ক্যাপ অফ গুড হোপ নিয়ে পরে লিখবো।
যখন আমরা ক্যাপ পয়েন্টের দিকে রওনা দিলাম চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে চোখ সরাতে পারছিলাম না।উঁচু পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। মনে হচ্ছে পুরা শহর নিচে আর আমরা পাহাড়ের গা বেয়ে চলা রাস্তা দিয়ে যাচ্ছি। পাহাড়ের পাদদেশে আছড়ে পড়ছে আটলান্টিকের ঢেউ। আমরা পাহাড় দেখবো নাকি সাগড়ের আছড়ে পড়া ঢেউ দেখবো বুঝতে পারছিলাম না। কিছুদূর যাওয়ার পর দেখলাম পাহাড়ে ধাপেধাপে সুন্দরসব বাড়ি। তারপর দুইপাশে উঁচুনিচু পাহাড়, আর নানাজাতের গাছের প্রাকৃতিক উদ্যান।যখন প্রাকৃতিক উদ্যানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি তখন আমাদের ড্রাইভার বললো এই উদ্যানে আছে গিনি ফাউল, বেবুন,উটপাখি, জেব্রা সহ আরো নানা প্রাণি।এসব প্রাণীদের দেখা মিলে বিকালে তারা ঝোপঝাড় থেকে বের হয়ে আসে, রাস্তা পার হয়, রাস্তায় বসে থাকে।
এখানে এসে আটলান্টিকের সাথে মিলেছে ইন্ডিয়ান সাগর। কিন্তু সৃষ্টির কি অপূর্ব রহস্য, দুই সাগরের পানির রঙ দুই রকম, দুই সাগরের মিলনস্থলে একটা হালকা রেখার মত দেখা যাচ্ছে। আটলান্টিকের পানির রঙ গাড় নীল আর ইন্ডিয়ান সাগরের পানি হাল্কা নীল
অবশেষে আমরা চলে এলাম ক্যাপ পয়েন্টে। ক্যাপ পয়েন্টের চূড়ায় আছে একটি লাইট হাউস।পাহাড়ের মধ্যে সিঁড়ি করা আছে। কেউ ইচ্ছে করলে সিঁড়ি বেয়ে উপরে যেতে পারে, আবার আছে ফুনিকুলার। এত উপরে হেঁটে উঠা সম্ভব না বলে আমরা ফুনিকুলারের টিকেট কেটে লাইট হাউসে উঠলাম। লাইট হাউসে উঠে যা দেখলাম সেই অসাধারণ দৃশ্য বর্ণনা করার ক্ষমতা, বা ছবি দিয়ে বুঝানোর সাধ্য আমার নাই। একদিকে লাইট হাউসের নিচের পাহাড়ে আছড়ে পড়ছে আটলান্টিক, তারপর অল্পদূরে সেই আটলান্টিকের সাথে এসে মিলেছে ইন্ডিয়ান সাগর, আরেকদিকে এঁকেবেঁকে পরিষ্কার মেঘের চাদর গায়ে দিয়ে চলে গিয়েছে ক্যাপ পেনিনসুলা। কিছুক্ষণ ঘুরেফিরে আবার ফুনিকুলার দিয়ে নিচে নেমে এলাম।
লাইট হাউস
আফসোস নিজের চোখে যা দেখলাম তার এক বিন্দুও ক্যামেরায় ধরতে পারিনি। ফেরার পথে দেখালাম রাস্তার দুই পাশের প্রাকৃতিক উদ্যান থেকে ঝাঁকঝাঁকে গিনি ফাউল, উট পাখি, বেবুনসহ আরো নানা প্রাণী রাস্তায় হাটাহাটি করছে।
ক্যাপ পেনিনসুলা
লাইট হাউস উঠার পথে নানা জাতের গাছ
রাস্তার দুইপাশের এই রকম উদ্যানেই থাকে নানা রকম প্রাণী। আমি এসব দেখে এতটাই অবাক হয়েছিলাম যে ছবি তুলতেই ভুলে গিয়েছিলাম। রাস্তার দুইপাশে উটপাখি, গিনি ফাউল, বেবুন ঘুরে বেড়াচ্ছে, কখনো রাস্তা পার হচ্ছে, এমন দৃশ্য আগে কখনোই দেখিনি।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১১