তখন সম্ভবত থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে পড়ি। অনেকের কম্পিউটারেই পেনড্রাইভের মাধ্যমে Benjamin.txt নামের একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে। যেটা কম্পিউটারকে ৩০ মিনিট পরপর Restart করে। Windows Setup না দেয়া পর্যন্ত Remove হতনা। আমি যে মেসে থাকতাম সেখানে আমাদের সাথে থাকতেন Sociology Dept. এর বড় ভাই (রাব্বি ভাই যার কথা আগের এই পোস্টেও লিখেছি)। তো রাব্বি ভাই(বর্তমানে ভার্সিটির টিচার এবং খুব মজার মানুষ) - এর ডিপার্টমেন্টের এক স্যারের কম্পিউটারে Benjamin.txt নামের একটি ভাইরাস এট্যাক করেছে এবং সেটা কোনো ভাবেই নাকি রিমুভ করা যাচ্ছেনা। রাব্বি ভাই আমাকে দায়িত্ব দিলেন স্যারের বাসায় গিয়ে প্রব্লেম সলভ করে দিয়ে আসতে। স্বন্ধ্যার সময় আমি আর আমার এক বন্ধু (শাহীন Economics Dept.) গেলাম স্যারের বাসায়। স্যার দরজা খুললে আমরা আমাদের আসার উদ্দেশ্য বললাম। ভিতরে ঢুকতে না ঢুকতেই স্যার কিছুটা ধমকের সুরেই জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে বেঞ্জামিন কে? বেঞ্জামিন কে??? আমরা দুইজন হকচকিয়ে গেলাম। বললাম আমরা না!!! আমি কমরান আর ও শাহীন। শাহীন বলে ফেললো স্যার বেঞ্জামিন ভাই সিএসই ৪/২ তে পড়ে। (তখন সত্যি সত্যি বেঞ্জামিন নামে আমাদের এক সিনিয়র বড় ভাই ছিলেন) শুনে আমি হাসব না কাঁদব বুঝতে পারছিলামনা। যাইহোক আমি বসলাম কম্পিউটারের সামনে। স্যার শুরু করলেন শিক্ষক সুলভ কথাবার্তা- দেখো চেষ্টা করে পারো কিনা??? আমি আর কবির (স্যার এর Dept. এর ছাত্র) অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি কিন্তু পারি নাই। নাহ! বেঞ্জামিন কাজটা ঠিক করেনি। মানুষের জন্য ভালো কিছু তৈরী করুক, তা না এরা শুধু মানুষের ক্ষতি করে। এই যদি হয় অবস্থা তাহলে দেশের...... স্যারের স্ত্রী আমাদের চা আর বিস্কুট খেতে দিলেন। আমি চা খেতে খেতে স্যারের কথা শুনছি আর উইন্ডোজ সেটআপ দিচ্ছি। প্রায় ৪০ মিনিট লেগে গেলো। এরপর সেটআপ শেষ হলে একটা আপডেট এন্টি ভাইরাস দিয়ে পিসি স্ক্যান করে দিলাম। কাজ শেষ হওয়ার সাথে সাথে স্যার বলে উঠলেন- “আমি জানতাম তুমিই পারবে। দেখতে হবে না কার স্টুডেন্ট!!! জাফর ইকবালের ডিপার্টমেন্টের স্টুডেন্ট বলে কথা।” স্যারের শেষ কথায় গর্বিত গর্বিত ভাব নিয়ে আমরা ফিরে এলাম।
পরে মেসে এসে রাব্বি ভাইকে সব কিছু বললাম এবং আসল ঘটনা বেরিয়ে এল- স্যারের ডিপার্টমেন্টের সেই ছাত্র(কবির) স্যারকে বুঝিয়েছেন যে এই ভাইরাসটা বেঞ্জামিন নামের একজন তৈরি করেছে এবং সে ছাড়া এইটা কেউ ডিলিট করতে পারবেনা। রাব্বি ভাই স্যারের খুব ক্লোজ ছিলেন বলে রাব্বি ভাই স্যারের প্রব্লেম শুনে বলেছিলেন- আমার মেসে সিএসই এর একজন আছে ওকে পাঠিয়ে দিচ্ছি। আর স্যার ভেবে বসলেন আমিই সেই বেঞ্জামিন!!! আমাকে পাঠানো হয়েছে ভাইরাসটা ডিলিট করতে কারন কবির বলেছে বেঞ্জামিন ছাড়া এইটা কেউ ডিলিট করতে পারবেনা!!! বুঝুন অবস্থা!!!