কি লাভ দালানে সয়লাব জীবন,
যতসব মিথ্যে আয়োজন!
কি লাভ অতো বড় বড় বন্ধুত্বে,
যদি ভুলে বসি আমারই স্বজন!
কারো কারো ঘরে রুটি জুটে নি-
অনাহারে রাত্রিযাপন,
কারো উচুতলা হয়ে ফুলে ফেঁপে উঠায়-
উন্মুক্ত আয়েশি ভোজন!
কারো কারো হৃদয়ে ভালবাসা জুটে না-
যে শহরে নগ্নতা জেগে থাকে।
যেখানে সুখের ভাগ নিতে সবাই ছুটে আসে-
দুখের বেলায় খুজে পাও কাকে?
জীর্ন দেহে আমি জেগে উঠি
চিল্লিয়ে বলি হে দুর্জন!
পচন ধরেছে তোমাদের সিস্টেম এ-
আজ মস্তিষ্কের বিশুদ্ধতা প্রয়োজন!
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৯ রাত ৩:৪১