#দাগ_থেকে_দারুন_কিছু_হলে_দাগই_ভালো
বাঙালী ভাইরাল খায় সেটা আবারও প্রমাণিত।
হিরো আলম খাইলাম, সানাইও ঠুকঠাক বাজলো, সেফুদার মার্কেট আরো জমজমাট হইতো যদি না মুসলমানদের ধর্মীয় মুল্যবোধের জায়গায় ফাউল না করতো!
লেটেস্ট হইলো- এক বেকার পিতার সন্তানের জন্য দুধ চুরির গল্প এবং বাকিটুকু ইতিহাস। নিউজটি শুনে খুব খারাপ লাগলো।
একটা আবেগ প্রবণ জাতি হিসাবে আমরা বরাবরই পরিচিত। আমাদের সবচেয়ে খারাপ মনের মানুষটির মাঝে ঝাপসা কিছু মানবতা বেঁচে থাকে।
লোকটা সুপার শপ্ স্বপ্ন থেকে দুধ চুরি করলো সন্তানের জন্য। ধরা খেলো। ধুমাধুম মাইর চললো, পুলিশ আসলো, নীতিবান এক পুলিশ অফিসার লোকটিকে উদ্ধার করে পকেটে পাচঁশো টাকা গুঁজে দিয়ে বিদায় করে ফেবু তে স্ট্যাটাস দিলো, এইতো ভাইরাল!
আবেগী বাঙ্গালীর মনে উথাল পাথাল ঢেউ উঠলো! ব্যাস। মিনিটে মিনিটে পুলিশরে গালি দেওয়া প্রজন্ম পুলিশ অফিসারটির প্রশংসায় পঞ্চমুখ হইয়া ভাইরালে গা ভাসাইলো! আমি হেল্প করমু! হেতে হেল্প করবো, লন্ডন থেইকা হেল্প করবো, ওমান থেইকা হেল্প করবো! এইতো আবেগ জমে ক্ষীর পুরাই!
এই ফাঁকে স্বপ্ন সুপার শপের মালিক বললো- হেরে আমরা চাকরি দিমু, সব কিছু গোপন রাখা হইবে!
হাইরে মানুষ- একটা মানুষের দুর্বলতার সুযোগ নিয়া কত্তবড় বিজনেস এন্ড মার্কেটিং ট্যান্স!
তালি হপ্পে মাম্মা
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৯ ভোর ৫:১৯