যখন কোন সিদ্ধান্ড নেওয়ার সময় আসে মানুষ জাতি তিন ভাগে ভাগ হয়। প্রথমত- হুলুস্থল জাতের , দ্বিতীয়ত- আয়েশি জাতের। তৃতীয়ত- প্যারালাইজড জাতের।
হুলুস্থুল জাতের পাবলিক গুলো কখনো সিদ্ধান্ত নিতে দেরি করে না, যদিও সে বিশ্বাস করে এতে ভুল হবার সম্ভাবনা ৯০%!
আয়েশি জাতের মানুষগুলো সচরাচর হুলুস্থুল সমাজের লোকগুলোকে নির্বোধ ভাবে। আর এই বুদ্ধিমান লুল ক্যাটাগরির লোকগুলো সিদ্ধান্ত নেওয়ার সময় সেল্ফের সব ডিকশনারি টেবিলে নামিয়ে ফেলে। এমন কি গুগল এ ও সার্চ মারে!এ টাইপের লোক চেনার সহজ উপায় হল তার ফেসবুক একাউন্ট! কিভাবে চিনবেন?
খুব সহজ। তিনি বিশেষ দিবসে ধরুন মাতৃভাষা দিবস উপলক্ষে বিশাল একটা পোস্ট মারবেন....(দেশকে ভাল বাসি.....দশকে ভা...বাংলাভাষাকে ভালবাসি..টপটইপ্পা ভালবাসা... হেন-তেন আহারে।)
অথচ ক্যাপশন এ ছবি দিবেন নিজেরটা উইথ মেকাপ। নেতারে নিয়া ভাল কিছু তৈলাক্ত বুলি মারবেন....ছবির বেলায় ক্যাপশনে নেতা মিসিং! আরে ছাগল তো ফেসবুকে প্রোফাইলটা কেন?এত বিশুদ্ধ তেল্বাজির পরেও এদের ভুল হবার সম্ভাবনা নেহায়েত কম নয়!
প্যারালাইজড কিসিমের লোকগুলো খুবই নিরিহ প্রজাতির বলদ হয়। সে জানে প্যান্টের উপর আনডারওয়ার পরা উচিত নয়। তবুও সে পড়বে। সে জানে চিকেন টিক্কা, চিকেন শর্মা, রোজেলা তার পেটে হজম হয় না! কাউয়া বিরানী ছাড়া তার চলে না! অথচ কাউয়া বিরানিওয়ালারে গালি দিবে কাউকে খুশী করার জন্য! সিদ্ধান্ত নেওয়ার সময় পরনির্ভরশীল হয়ে পড়ে ! যেমন- প্রেম করবো? বিয়ে করবো? ভাত খাবো? পলিটিক্স করবো? তিনি কি রাগ করবেন? যদি ঐটা হয়? কিন্তু আমি। ....
এই যদি-কিন্তুর চিপায় পড়ে তিনি প্যারালাইজড় হয়ে পড়েন। অন্যের উপর আস্থা রাখতে গিয়ে একসময় তিনি নিজের উপর আস্থা হারিয়ে ফেলেন! আর যে নিজের উপর আস্থা রাখতে পারেন না, তার সারাজীবন ভুল ছাড়া শুদ্ধ কখনো হয় না!
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯