বন্ধুত্ব!!!
বড় আজব একটা সমীকরণ।
যুগ যুগ ধরে সকল সম্পর্কের ঠিক উপরে ঠায় পেয়েছে। এটার বিশ্লেষণ করার মত যোগ্যতা আমার নেই। পডন্ত বিকেলে জম্পেস আড্ডায় এক কাপ চা ভাগ করে খাওয়ার কথা ভুলি নি। ভুলি নি খুনসুটিতে মাতানো দিনগুলো। কারো লজ্জায় লাল হওয়া মুখখানা, রেগে লাল হওয়া দুচোখ,কারো মিথ্যে ঢাকার অপরিপক্কতা কিনবা কারো অকৃত্রিম আন্তরিকতা এবং ভুবন ভোলানো হাসি!হয়তো এটাও বন্ধুত্ব ছিলো।কিছুটা পরিবর্তন নিজের জন্য আবশ্যক হয়ে দাড়ায় মাঝেমাঝে। তাই সুরটা মাঝপথেই কাটা পড়লো।
আরো অনেকটা পথ একসাথে চলার ইচ্ছে ছিল সেটা তো আর মিথ্যে নয়।।
কিন্তু কিসের জন্য? কাদের জন্য?
এখনো জ্বলজ্বল করে নিজের কষ্টদায়ক মুহুর্তগুলো। বিশেষ বিশেষ দিনে শুধু স্মৃতির পাতাগুলো উল্টাই! নিজেকে কিভাবে মিথ্যে বলি?
হয়তো যদি হা তে হা মিলাতে পারতাম তবে এতদিনে সবার মধ্যমণি হয়ে থাকতাম।
সরি আমি হা তে হা মেলাতে পারলাম না!
আমি ছোট থেকে এমনি!
সাদাকে সাদা বলেছি, কেউ একমত হোক না হোক। কেউ রাগ করবে কিনবা অবহেলা করবে!.... ওসবের দ্বার ধারি নি।
লাভ লস হিসাবে আনি নি, শুধুই বন্ধুত্ব সেবেছি। বন্ধুত্বের প্রত্যেক শিরা উপশিরায় আমার উপস্থিতি ছিলো।
একদিন অনুধাবন করলাম বন্ধুত্ব "ত্যাগ স্বীকারের ফরএভার ধারাটি উঠে গেল!
কেউ সময়ের প্রয়োজনে বন্ধুত্ব করে।
কেউ লাভবান হওয়ার জন্য বন্ধুত্ব করে।
কেউ বা নিজের একাকিত্ব গোছানোর জন্য বন্ধুত্ব করে। কেউবা সপ্ন কিনবা চাহিদা পুরনের জন্য বন্ধুবত্ব করে।আমি কিসের জন্য বন্ধুত্ব করেছি সেটা আমি জানি না। হা তবে এতটুকু জানি যা করেছি নিখাদ বন্ধুত্ব আর নিটোল ভালবাসা!
সময় অনেকটা পেরিয়ে এসেছি, আর ভাঙ্গতে ছেয়েছি জড়তা। ভুলতে চেয়েছি সেই বন্ধুত্ব, যেখানে ভালবাসা মুখ্য নয়, যেখানে আত্মত্যাগ মুখ্য নয়, যেখানে নীতি চরিত্র মুখ্য নয়।
জানি না ঠিক এভাবে হিসাবের মারপ্যাঁচে বন্ধুত্ব বলি হয় কিনা!
সব হিসাবতো পরিস্কার ছিলো।
কেউ দিনের বেলা সাদা সাদা বলে চিল্লালো আর ঠিক রাতে কালার ঘরে সাদার কবর খুড়ে এলো! সত্যি চরম এক বন্ধুত্ব ছিলো।
আজ কেউ কেউ বন্ধুত্বকে মহৎ করে তুলেছে। তারা কি জানে একসাথে থাকাটা বন্ধুত্ব নয়!
আমি বলার কে?
কারো সফলতায় আমি ঈর্শান্বিত হই না,কারো সুখে আমি ব্যাতিত হই না। কারো সুখে আমি কষ্ট পাই না! কেউ আমার সুখের চাবি নিয়ে বসে নাই! কেউ আমাকে একবেলা খাওয়াবে না। বরং আমিই হয়তো সবার সামনে একটা উদাহারন হয়ে থাকবো।অনেকেই হয়তো দ্বীমত পোষন করবে না জানি!
সবার নির্বিগ্নে এগিয়ে চলা আমি উপভোগ করতে চাই। অনুরোধ শুধু বন্ধুত্বের কাছে, পিছনে থাকাকে পিছিয়ে পড়া ভেবে ভুল করো না! জীবন যুদ্ধে বন্ধুত্বের জয়জয়কার। ওটাকে মিস ইউজ হতে দিও না।।
আমার বন্ধুত্বের গন্ডি সীমিত করে রেখেছি। ভাবছি এতটুকুতেই "দাড়ি " টেনে দেবো।
বড়বড় বন্ধুত্ব অনেক কষ্টের সবাই সহ্য করতে পারে না! আর আমার হজম হয় না!
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৩