খুন, হত্যা, ধর্ষন ও গুম নিয়ে দায়িত্বশীলদের দায়িত্বজ্ঞানহীন অসাবধানী বক্তব্য, দায়িত্ব এড়ানো, প্রকৃত অপরাধীদের ধরার উদাসীনতা বা ব্যার্থতা এবং রাজনৈতীক উদ্দেশ্যে কাদা ছোড়াছুড়িতে আমাদের প্রিয় সোনার বাংলা এখন পরিনত হয়েছে সামাজিক নিরাপত্তাহীন এক ভয়ংকর রাষ্ট্রে, যেখানে ক্ষমতাসীন এবং ক্ষমতাহীন কেউই নিরাপদ নয়।সাধারন জনতারতো ত্রাহী অবস্থা। এক্ষুনি জাতীয় ঐক্য না হলে এবং প্রকৃত গণতন্ত্রে ফিরে না আসলে পাখাওয়ালা পিপিলিকার মত একদিন সবাইকে পুড়ে মরতে হবে। লক্ষ করুন মৃত্যুর মিছিলে সেনা, সীমান্ত রক্ষী, রাজাকার, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, বিদেশী, ইমাম, পাদ্রী, ব্রাম্মন,আস্তিক, নাস্তিক, লেখক, প্রকাশক,ব্লগার, সমকামী সকলেই অর্ন্তভুক্ত। লুট হচ্ছে ব্যাংক, চুরি হচ্ছে রিজার্ভ, বদলে যাচ্ছে পাঠ্য বইয়ের সিলেবাস, ফাস হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র, জ্বলছে সুন্দরবন। সময় থাকতে সাবধান না হলে মূল্যটা দিতে হবে অনেক বেশী। শ্যাম শকুন এই দেশে নেমেছে, সাদা শকুন আকাশে উড়ছে।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:৫৫