মুভি রিভিউ: In a Better World (2010)
আসুন, এবারে জেনে নেই, মুভিটির কাহিনীর ব্যাপারে।আগেই বলেছি, প্লটটি বেশ সিম্পল।তাই Extra-ordinary কিছু না আশা করাটাই ভালো হবে।কাহিনি আবর্তিত হয় মূলত, দুটি ডেনিশ পরিবারকে ঘিরে।প্রথমে আসি Anton এর পরিবারের কথায়।Anton পেশায় এখন doctor যার কর্মস্থল হচ্ছে একটি African refugee camp এ।তার দুই ছেলে।১০ বছরের বড় ছেলের নাম Elias আর ছোটো ছেলে Morten।তার স্ত্রী Marianne ও পেশায় ডা্ক্তার।তবে Anton আর Marianne এৃর মধ্যে সেপারেশন চলছে।Anton পেশাগত দায়ি্ত্বে প্রায়শই দেশের বাইরে থাকে, আর Marianne সবকিছু নিয়ে বেশ স্ট্রাগলিং লাইফ কাটাতে থাকে।আর ২য় পরিবারটি হলো Claus এর।যার একটাই ছেলে, নাম Christian। অতি সম্প্রতি Christian এর মা ক্যান্সারে মারা যায়। এই ঘটনার পর তারা লন্ডন ছেড়ে ডেনমার্কে ফিরে আসে।Christian তার মায়ের মৃত্যুকে মেনে নিতে পারে না।সে অনেক ডিস্টার্বড থাকে।এ নিয়ে তার বাবার সাথেও সম্পর্কের অবনতি ঘটে।তার ধারনা বাবার অবহেলার কারনেই তার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে।
এরপর দেখা যায়, Christian আর Elias একই স্কুলে একই ক্লাসে পড়ার কারনে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে।Elias কে তার স্কুলের কয়েকটি ছেলে বিশেষ করে Sofus র্খুব জ্বালাতো।একদিন Christian প্রতিবাদ করে, এবং তার হাতে আহত হয়।আরেকদিন Sofus Elias কে জ্বালাতে এলে Christian এই ঘটনার প্রতিশোধ নেয় এবং Sofus কে মারাত্বক আহত করে।এভাবে Christian আর Elias এর বন্ধুত্ব আরও গাঢ় হয়।কালক্রমে আরও কিছু ঘটনা ঘটে।একসময় Christian আর Elias বিপদজনক কিছু কর্মকান্ডে জড়িয়ে পড়ে।যা তাদের বন্ধুত্বের উপর আঘাত হানে, এমনকি Elias এর জীবন সংকটাপন্ন হয়ে উঠে।আ্ত্মগ্লানিতে Christian আ্ত্মহত্যার চেষ্টা করে।পরিশেষে, তাদের অভিভাবকদের চেষ্টায় তারা নিজেদের জীবনদর্শনের নতুন পরিচয় পায়, মানবিক মূল্যবোধ, আবেগ, প্রতিশোধ আর ক্ষমার নতুন অর্থ খুঁজে পায় তারা।তাদের বন্ধুত্ব টিকে যায়।Christian আর Elias সবকিছু নতুন করে ভাবতে শেখে,Anton আর Marianne ও পরস্পর কাছে বলে আসে।
মুভিটির যেদিকটি আমার ভালো লেগেছে তা হলো, দুইটি পরিবারের মাধ্যমে দটি বিপরীতমুখী ধারনার অদ্ভুত মেলবন্ধনের ব্যাপারটি।একদিকে দেখি Christian কে, যে কিনা হাল ছেড়ে দেওয়াকে সবচেয়ে ঘৃণা করে, তার ধারনা তার বাবার এই হাল ছেড়ে দেয়া মানসিকতার কারনেই তার মা মারা গেছে।তাই সে কখনো হাল ছাড়তে চায় নি, সবজায়গায় সে প্রতিশোধপরায়ণ হয়ে উঠে।অবশ্য পরে সে জানতে পারে, তার মা যখন ক্যান্সারের সাথে যুদ্ধে টিকতে না পেরে নিজেই নিজের মৃত্যু চেয়েছিলো, কারন সেই অসহ্য যন্ত্রণা যেন তাকে কুঁড়ে খাচ্ছিলো।ক্যান্সারের কাছে তার বাবা-মা ছিলো অসহায়।সে যখন দেখে তার প্রতিশোধস্পৃহার কারনে তার বন্ধু Elias প্রায় মরতে বসেছিলো, তখন সে তার আবেগের অতিরিক্ততা বুঝতে পারে।যার পরিপূর্ণতা দেখি Elias এর বাবা-মা যখন Christian কে ক্ষমা করে দেয় এবং ওদের বন্ধুত্ব যখন আবার reform হয়।
আরেকদিকে দেখি, Anton এর জীবনে যখন তারই ভুলে তার সংসার ভেংগে যায়। সে প্রতিনিয়ত অপেক্ষায় থাকে Marianne তাকে ক্ষমা করে দেবে এবং তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে উঠবে।তাইতো তাকে দেখি, নিজের উপর আঘাতকারী লোককেও মাফ করে দিতে।দেখি, refugee camp এ এক কুখ্যাত ঘাতককে চিকিৎসা সেবা দিতে।পরে সে বুঝতে পারে, এই ঘাতকই সুস্থ্য হয়ে আরো বেশি মানুষ মারবে।তাইতো সে ঐ ঘাতককে তুলে দেয় উত্তেজিত জনতার হাতে।
এই মুভিটি বেশ যত্নসহকারে বানানো।বিশেষ করে ভিজ্যুয়াল দিক দিয়ে বেশ ভালো।মুভিটি আপনাকে দেখাবে প্রতিশোধস্পৃহার ভয়াবহ দিকটি।মুভিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো, আর খুব পরিশীলিত মেকিংয়ের কারনে আপনার এই মুভিটি দারুন লাগবে।কাহিনির ফ্লো অসাধারন, আর দুইটি পরিবারের ঘটনা ইনটারলিংকড হওয়ায় আপনি বোর ফিল করবেন না।আমার কাছে মুভিটি ঐরকম উচ্ছ্বসিত মানের না হলেও আমি সাদামাটা মুভি হিসেবে বেশ উঁচু আসনে রাখবো।আমার ধারনা, শ্রেষ্ঠ মুভি হিসেবে অস্কার পাওয়ায়, যে প্রত্যাশা নিয়ে দেখা শুরু করেছিলাম তার ৭৫-৮০ ভাগ তৃপ্তি পেয়েছি।তবে এই প্লটকে ঘিরে এরচেয়ে বেশি কিছু আশা করাটা বোধহয় বাড়াবাড়ি হবে।
ডাউনলোড লিংক:
http://www.mediafire.com/?05358var8om9ivb
http://www.mediafire.com/?16cllc6an325wnd#1
http://www.mediafire.com/?vuqt6389hi87p95
মুভিটি দেখুন, কেমন লাগলো জানান।
ধন্যবাদ।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন