হাজির হলাম দুটি অন্যরকম হরর মুভির রিভিউ নিয়ে।Paranormal Activity (2007) এবং Paranormal Activity 2 (2010)। অন্যরকম বলছি, কারন এই মুভি দুইটির মেকিংয়ের ধরণটা বেশ আলাদা।home camera/1st person footage দ্বারা নির্মিত এই মুভি দুইটি মনে করিয়ে দিবে Blair Witch Project আর Cloverfield মুভির কথা যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলো।
Paranormal Activity 2 মুভিটি আসলে Paranormal Activity এর প্রিক্যুয়েল।প্রথম পার্টটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করায় ডিরেক্টর Oren Peli এর ২য় পার্ট বের করার সিদ্ধান্ত নেন।তবে উনি ২য় পার্টের Writer এবং Producer থাকলেও এই মুভিটির Director ছিলেন Tod Williams।
দুইটি মুভির বিশেষ দিকগুলো হলো, দুটিই home camera/1st person footage দ্বারা নির্মিত, ফলে মুভি দুইটির বাজেট ছিলো খুবই কম।বিশেষ করে ১ম পার্টটা বানাতে খরচ পড়েছিলো মাত্র ১৫০০০ দলার যা প্রায় ১০৭ মিলিয়ন ডলার ব্যবসা করেছিলো।যা ছিলো, Oren Peli এর ১ম প্রজেক্ট।২য় টিও প্রায় ৮৪ মিলিয়ন ডলার ব্যবসা করেছিলো।
আর দুটির কাস্টিংয়েই ছিলেন সব অখ্যাত অভিনেতারা।যারা তাদের ১০০% উজাড় করে দিয়েছিলেন।
এবার কাহিনীর দিকে একটু নজর দেয়া যাক।
১ম পার্ট এ দেখা যায়, একটি অসাধারণ বাড়িতে বসবাসরত এক কাপল Katie আর
Micah। Micah একটি home camera কিনে এবং এটা দিয়ে প্রায়শই ভিডিও করতে থাকে।কিছুদিনের মধ্যেই ঐ বাড়িতে ভুতুড়ে কান্ড ঘটতে থাকে।যা মূলত ছিলো demonic presence। আর কিছু বলবো না, তবে এটুকু বলটে পারি, এই মুভিটি মনের উপর অনেক প্রেসার ফেলবে। বিশেষ করে রাতের camera footage গুলো।আর এই মুভিটির সবচেয়ে জটিল জিনিস হলো এন্ডিং। টাশকি খাবেন এইটা শিওর।
আগেই বলেছিলাম,২য় পার্ট টা ১ম টার প্রিক্যুয়েল।
এই পর্বের কেন্দ্রীয় চরিত্রে আছে আরেকটি কাপল Kristi আর Daniel। Kristi আর Katie হলো দুই বোন।কাহিনীর শুরুতে দেখা যায়, ওদের বাসায় break-in হওয়ায় তারা পুরা বাড়িটি security camera দিয়ে ঢেকে রাখে।কাহিনীক্রমে দেখা যায়, আসলে ঐটা কোনো break-in ছিলো না, ছিলো demonic presence।এখানের এন্ডিংয়েও চমক আছে কিন্তু
আপনি হয়তো আরো কিছু আশা করবেন। সেদিক থেকে একটু হতাশ হতে পারেন।
আমার কাছে দুটি পার্টের মধ্যে ১মটিই বেশ ভালো লেগেছে।আর মেকিংয়ের ধাঁচ টা টোটালী অন্যরকম,শুরুতে বেশ বোরিং লাগতে পারে,কিন্তু রাতের camera footage গুলোতে বেশ নড়েচড়ে বসবেন।
মুভিটা রাতের বেলা লাইট বন্ধ করে একা একা দেখার পরামর্শ দিচ্ছি।ভালোই লাগবে আশা করি।ডাউনলোড লিংক দিলাম
১।Paranormal Activity (2009) BRRip 400mb
Click This Link
২।Paranormal Activity ২(2010) BRRip 625mb
Click This Link