আমাদের ক্ষমা কর মহীয়ান
একান্ত তোমার গুণের বদৌলতে।
কি করে তুলবো দু'টি হাত
তোমার মহাপবিত্র দরবারে;
আমাদের দু'হাত অপবিত্র পঙ্কিল পাপে
রঞ্জিত নিরপরাধ মানুষের লাল রক্তে।
দু'চোখে ঝরে না হৃদয় গলা অশ্রু
অন্ধত্ব তাতে সওয়ার হয়েছে অদৃশ্য জিনের মত;
দেখি না সত্য, দেখি না তোমার কারুকাজ,
দেখি শুধু মানুষ, দেখি না মানবতা।
হৃদয় যে পাথুরে হলো জন্মের কিছুদিন পরে
'আলমে আরোয়াহ'র সে স্বচ্ছতা থাকেনি,
স্খলিত হলো স্বীকৃতি; তোমাতে দেয়া,
নামের মানুষ হয়ে বেড়ে উঠলাম দিনে দিনে
পিতামাতা, সংসার, সমাজের নিয়মে ও দ্বীনে।
আমাদের ক্ষমা কর মহীয়ান,
সময়ের হিসেবে শতাব্দীর এ শুরুটা নির্মম;
এ নির্মমতা আমাদের অর্জন, আমাদেরি পাওনা,
দেশে দেশে ভাইয়ে ভাইয়ে রক্তের হোলি খেলা
সইতে না পেরে যেন বার বার কেঁপে উঠে শঙ্কায়
তোমার অনুগত এ ধরা, এ সবুজ গ্রহ পৃথিবী।
মানুষ ছাড়া বাকী সৃষ্টিরা যেন বিব্রত আজ
দেখে অবিচার তোমার প্রিয় শ্রেষ্ঠ এ সৃষ্টির।
তুমি মহীয়ান!
তাই করে যাও ক্ষমা অবিরাম,
অযোগ্য আমরা এখন যেন ক্ষমারও অযোগ্য
তবু তুমি মহীয়ান! তোমার গুণের বদৌলতে
ক্ষমা কর আমাদের।
১১ মার্চ ২০১১
মদীনা মুনাওয়ারা, সউদি আরব।
কবিতাটির পিডিএফ ডাউনলোড করুন।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১১ রাত ২:২২