তানিয়া তাবাসসুম, ম্যাথামেটিকস এ মাষ্টার্স পরীক্ষা দিয়েছে এখনো ফলাফল বের হয়নি । পিএইচডি পাত্রের আত্মীয়দের নানামুখী পর্যবেক্ষনের মুখোমুখি হলে পাত্রের বোন অনেকক্ষন খুটিয়ে খুটিয়ে দেখার পর জানালো এই মেয়ে তো ক্ষ্যত, নীল রংয়ের জামার সাথে কালো আইলাইনার ব্যবহার করেছে । তানিয়া তাবাসসুমের সকল সঞ্চয় মুছে যায় নীল রংয়ের আইলাইনারের কাছে ।
রক্ষনশীল পরিবারের মেয়ে রায়না বিনতে রায়হান, ইসলামিক স্টাডিজে মাষ্টার্স করছে। তার মামাতো ভাইয়ের বিয়ের ভিডিওতে তাকে দেখে পাত্রপক্ষ দারুন পছন্দ করে ফেলে । আয়োজন করে দেখতে এলে পাত্র তার বন্ধুকে অনুচ্চ কণ্ঠে জানায় আরে ভিডিওতে যেমন দেখেছি এর ফিগার তো মোটেও তেমন নয় । কথাটা তানিয়ার শ্রবনেন্দ্রীয় ভেদ করলে এক লহমায় ডুবে যেতে থাকে গহীন গহবরে ।
কাশফিয়া জামান, ফিজিক্সে অনার্স শেষ বর্ষের ছাত্র্রী । কর্পোরেট সার্ভিস হোল্ডার বোনের কলিগের সাথে তার বিয়ের বিষয়টা প্রায় চুড়ান্ত । অফিসিয়াল জরুরী প্রয়োজনে তার বোনকে সেদিন রাত ১১ টা পর্যন্ত অফিসে থাকতে হয় বলে পাত্র পক্ষ জানায় এত রাত অবধি বাইরে থাকে এই ফ্যামিলির মেয়েরা ভাল নয় । কখনো কখনো ভাল এবং মন্দ কত দ্রুত তার জায়গা বদল করে ফেলে ।
লিজা মুমতাহিনা, বিসিএস শিক্ষা ক্যাডারে জয়েন করেছে কয়েকমাস । মাল্টিন্যাশনাল কোম্পানীতে কর্মরত পাত্রের বাবা তাকে আয়াতুল কুরসী পড়তে বললে সে এত থতমত খেয়ে যায় যে, সব গুলিয়ে ফেলে । একান্ত অনুগত পুত্রের পিতার অভিমত শুধু ইংরাজি বই পড়ছে এই মেয়ের তো ধর্ম কর্মতে মন নাই ।
রাশিদা হায়দার, হাইস্কুলের শিক্ষক । বাবা তার ব্যবসায়ে খুব খারাপ করেছে । ছোট ভাইবোনের লেখাপড়া ছাড়া অন্যান্য দায়িত্ব এখন তার । নিম্ন মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনের চিহ্ন পাত্রের পছন্দ নয় । অনেক দিন কথাবার্তা চালানোর পর উকিল বাবুর মনে হলো তার চাহিদা এবং জীবন যাপনের সাথে মেয়েটি খুবই বেমানান ।
এরকম ঘটনা ধারাবহিকভাবে বয়ান করলে অনেক দীর্ঘ হয়ে যাবে । উপরের প্রতিটি ঘটনাই সত্য । আমার মাথার ঘিলুগুলা পাজেল্ড হইয়া গ্যাছে । গিট্টু ছাড়াইতে লেখাটা শেয়ার করলাম ।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯