এমন যুগ এসেছে যে আমরা কথায় কথায় ছবি তুলি । কিছু হলেই ছবি, যেন এর শেষ নেই। আমরা ছবি তুলতে ভালবাসি । সৃতি হিসাবে আমরা ছবি তুলি, যাতে তা পরে বন্ধুদের সাথে শেয়ার করতে পারি অথবা সংগ্রহ করে রাখতে পারি। ভ্রমন থেকে শুরু করে পারিবারিক ছবি অনেক মূল্যবান । আমরা তা নানা ভাবে সংরক্ষণ করার চেষ্টা করি । অনেক একাধিক জাইগায় কপি করে রাখেন , অনেকে DVD করে রাখেন । কিন্তু কনটাই নিরাপদ নয়! আপনার মেমোরি কার্ড নষ্ট হয়ে যেতে পারে, হার্ড ডিস্ক ক্রেশ খেতে পারে, DVD কাজ নাও করতে পারে। প্রিয় ছবি হাতছাড়া হলে মনের কি অবস্থা হতে পারে একবার কল্পনা করে নিন, তাহলেই বুঝবেন ছবি বাঁচিয়ে রাখা কত জরুরী।
তাহলে কি করবেন ?
ছবি প্রেমি মানুষদের কথা ভেবে Flicker তার ব্যবহারকারীর জন্য এক টেরাবাইট পর্যন্ত জায়গা দিচ্ছে। মানে আপনি Flicker এ পাবেন ১০০০ জিবি জায়গা । এটা অনেক বিশাল জায়গা ছবি রাখার জন্য। আপনার প্রিয় ছবিগুলি এখানে নিরাপদে রাখতে পারবেন। ছবি নষ্ট হওয়ার বা হারানোর কোন ভয় নেই। আপনাকে শুধু Username/ Mail আইডি আর Password মনে রাখতে হবে।
*ইয়াহু মেইল থাকলে আর নতুন করে অ্যাকাউন্ট করতে হবে না, ইয়াহুর মেইল আইডি দিয়েই Flicker ব্যাবহার করতে পারবেন।
*আপনি এখানে ছবি পোস্ট করতে পারেন Public / private করে। Public করে পোস্ট করলে সবাই দেখতে পাবে এবং private করা থাকলে আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না।
ছবি পোস্ট করার আগে এই অপশন গুলি পরিবর্তন করে দিলে, আপনি ছাড়া আর কেউ ছবি দেখতে পাবে না।
* আপনি যে ছবি পোস্ট করবেন তার মানের কোন পরিবর্তন হবে না। মানে আপনার ছবি যদি ১০ MB এবং ৪০০০x৩০০০ হয় তাহলে তাই থাকবে, যখন ছবি নামাবেন তখনো ছবি ১০ MB এবং ৪০০০x৩০০০ থাকবে। ছবির কোন ক্ষতি হবে না।
* ফেসবুকের মতো এখনে আপনি অন্যকে অনুসরণ করতে পারবেন । ছবিতে লাইক এবং মন্তব্য করতে পারবেন।
এখনে ছবি রেখে দিয়ে নিশ্ছিন্তে থাকতে পারেন । ছবি হারানোর দিন শেষ। নিচে ফ্লিকারের লিঙ্ক দিয়া হল। উধারন হিসাবে আমার লিঙ্ক দেখতে পারেন।
Flicker
আমার ফ্লিকার
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৭