তোমার শহরে একদিন যাবো।
শহরের অলি-গলি আমি চিনি না।
আমি কোনো অন্ধ গলিতে হারাবো।
তোমায় খুঁজতে খুঁজতে হয়রান হবো।
বিকেলের আভা মুছে গিয়ে আমার দু:খ দেখে মেঘ হবে পেরেশান।
ভীষন টেনশনে পরে যাবে শহরের আকাশ।
হঠাৎ ঝড়বে অঝড়।
আমাদের মাঝে তখন কিছুই থাকবে না বাকি। কিচ্ছু না।
তবু কোথা হতে এক দমকা বাতাস তোমায় ছোঁবে। বৃষ্টির ছাঁট লেগে তোমার টিপ মুছে যাবে।
তুমি অকারণে অস্থির হয়ে খুঁজবে আমায়।
কিন্তু সমস্ত মেঘ জড়ো হয়ে তোমায় কোট করে শোনাবে অমীয় চক্রবর্তী-"কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।"