ঘুম থেকে জেগে চোখ মুছে দেখি যেই
কোনো কিছুই আর আমার পক্ষে নেই
বিপক্ষ রেখা আলিঙ্গনে তাড়ায় মুচকি হাসি
আমি শত সহস্র টুকরো হয়ে ভাসি!
আলোআঁধারির নগর ছেড়া বিমূর্ত এক ধ্বনি
এই শহরের নিসঙ্গ এক ইট হয়ে আজ শুনি
অগুনতি কাক শকুন হয়ে উড়ে আকাশ ছিঁড়ে
আমার ডান চোখটায় লাভা ঝরে বাম চোখটা পোড়ে!
প্রদীপ হাতে দাঁড়াও যদি এই আঁধার মেশানো রাতে
পড়ে আছি হয়ে শুকনো পাতা তুলে নিয়ো বাম হাতে
ফেলে দিয়ো ঠিক নোংরা জলে- ঢেলে সবটুকু অবহেলা
জেনে গেছি আমি জীবন মানে সাপলুডু শুধু খেলা!
পৃথিবী নামক গ্রহের ভেতর চোখ খুলে দেখি যেই
সময় এখানে সময়েরও পক্ষে নেই
বিপক্ষ রেখা আলিঙ্গনে তাড়ায় মুচকি হাসি
তখন আমি শত সহস্র টুকরো হয়ে ভাসি!