১.
শ্রাবণের বৃষ্টির সাথে ফুল কিছু ফুটেছিল বাগানে
প্রেম কিছু হয়েছিল, তুমুল কিছু ঘটেছিল
বিরহের অগ্নি স্নানে
চোখ রেখে জোস্নায়, হাত রেখে কপালে
ভুলগুলোকে লাই দিয়ে মাথায় তুলে
বেজায় ফাগুন শেষে চৈত্র পেলাম
এভাবেই তোমাকে পাবার যোগ্যতা হারালাম
২.
যে চোখে জল থাকে না তুচ্ছ লাগে তাকে
যে হৃদয়ে কষ্ট নেই ক্ষুদ্র লাগে তাকে
বলতে নেই গো যাকে তাকে
যা ঘটে হায় তোমার মনের প্রতি বাঁকে বাঁকে
যখন ফাগুন এসে লাগে
এই অবাক শীতের মাঘে
বলতে নেই গো যাকে তাকে
যা ঘটে হায় তোমার মনের প্রতি বাঁকে বাঁকে
৩.
কবিতা কি কোনো চমৎকার নারীর যুগল চোখ
যতবারই চাই, তবু ফেরাতে পারি না পলক
কবিতা কি নিকোটিন কোনো
যতবারই চেয়েছি ছাড়তে
নেশার মতো আঁকড়ে ধরেছে যেনো!