সীতাকুণ্ড-কে এক বাক্যে রূপের রাণী পর্যটন নগরী বলা যায়। যার একদিকে চন্দ্রনাথ পাহাড়, অপরদিকে বঙ্গোপসাগরের মোহনা সন্দ্বীপ চ্যানেল। প্রাকৃতির নয়নাভিরাম গিরি সৈকতের পাদদেশে অবস্থিত দক্ষিণ এশিয়ার সর্ব বৃহত্তম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন। যার আয়তন প্রায় ১৯৯৬ একর। ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পার্ক উদ্বোধন করেন। পার্কে প্রকৃতিগত ভাবে রয়েছে দুটি ঝর্ণা ধারা।
একটি সুপ্তধারা ও অপরটি সহরধারা। পার্কে সুর্য অস্তমিত হওয়ায় মনোরম দৃশ্য অবলোকন করার মতো। পার্কের আঁকা-বাঁকা অরণ্যের পথ বেঁয়ে উঠাই পর্যটন প্রিয়সীদের কাছে এক অন্যতম আকর্ষণ। এ সম্ভাবনাময় পর্যটন এলাকাতে বিগত ১০বছর কাঠামো ও অবকাঠামোগত উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি। এখানে নেই পর্যটকদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা। মহাসড়ক সংলগ্ন এ পার্ক অবস্থিত হলেও এখানে দুরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহন সার্ভিসের ব্যবস্থাও নেই।
বেশিরভাগ পর্যটককে আসা -যাওয়া ও খাওয়ায় বিড়ম্বনায় এ দুলর্ভ ও মনোহর দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে আসছে। পাশাপাশি বড় অংকের রাজম্ব আয় থেকেও সরকার বঞ্চিত। অন্যদিকে পার্কের পর্যটকদের নিরাপত্তা বিষয়টিও ভাবিয়ে তুলেছে। বখাটে যুবকের উৎপাত ও ছিনতাইয়ের ঘটনায় একাধিক দর্শনার্থীর হেনস্থ হওয়ারও ঘটনা ঘটেছে। এ পাহাড়ের উত্তর পাশ লাগোয়া হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত্তম তীর্থস্থান চন্দ্রনাথধাম অবস্থিত। পাহাড়ে সর্বোচ্চ চুঁড়ায় রয়েছে চন্দ্রনাথ মন্দিরসহ ছোট-বড় ৪০টি বিভিন্ন দেব-দেবীর বিগ্রহ ও মঠ-মন্দির।
বাংলাদেশের এক মাত্র শিপ ব্রেকিং ইয়ার্ড সীতাকুণ্ডে অবস্থিত। এই শিপ ব্রেকিং ইয়ার্ড দেখার জন্য দেশি -বিদেশি শত শত পর্যটক এখানে আসেন। উপজেলার ভাটিয়ারীতে রয়েছে গলফ ক্লাব ,সানসেট পয়েন্ট, কপি ২৪ সহ আকর্ষনীয় লেক। এখানে প্রতিদিন শত শত পর্যটক ভ্রমনের জন্য আসেন। এখান থেকে সূর্য অস্তিমিত হওয়ার দৃশ্য অবলোকন করা যায়। বিশেষ করে স্থানটি কলেজ পড়–য়া ছাত্র- ছাত্রীদের জন্র আকৃর্ষনী। তবে এলাকাটি মিলিটারী একাডেমীর বিশেষ সংরক্ষিত হওয়ায় নির্দিষ্ট সময় ব্যতিত দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে।
পশ্চিমে কুমিরা সমুদ্রের বেলাভুমি সন্দ্বীপ চ্যানেলে স্বপরিবারে ভ্রমনও দুর্লভ সুযোগ থাকলেও কাঠামোগত উন্নয়ন না হওয়ায় এখানে তেমন পর্যটন পরিবেশ গড়ে উঠেনি। এছাড়া ফৌজদারহাটের সমুদ্র বেলা ভুমিতেও পর্যটন পিয়াসীদের হাতছানি দিচ্ছে।
সীতাকুণ্ড-কে এক বাক্যে রূপের রাণী পর্যটন নগরী বলা যায়। যার একদিকে চন্দ্রনাথ পাহাড়, অপরদিকে বঙ্গোপসাগরের মোহনা সন্দ্বীপ চ্যানেল। প্রাকৃতির নয়নাভিরাম গিরি সৈকতের পাদদেশে অবস্থিত দক্ষিণ এশিয়ার সর্ব বৃহত্তম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন। যার আয়তন প্রায় ১৯৯৬ একর। ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পার্ক উদ্বোধন করেন। পার্কে প্রকৃতিগত ভাবে রয়েছে দুটি ঝর্ণা ধারা।
একটি সুপ্তধারা ও অপরটি সহরধারা। পার্কে সুর্য অস্তমিত হওয়ায় মনোরম দৃশ্য অবলোকন করার মতো। পার্কের আঁকা-বাঁকা অরণ্যের পথ বেঁয়ে উঠাই পর্যটন প্রিয়সীদের কাছে এক অন্যতম আকর্ষণ। এ সম্ভাবনাময় পর্যটন এলাকাতে বিগত ১০বছর কাঠামো ও অবকাঠামোগত উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি। এখানে নেই পর্যটকদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা। মহাসড়ক সংলগ্ন এ পার্ক অবস্থিত হলেও এখানে দুরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহন সার্ভিসের ব্যবস্থাও নেই।
বেশিরভাগ পর্যটককে আসা -যাওয়া ও খাওয়ায় বিড়ম্বনায় এ দুলর্ভ ও মনোহর দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে আসছে। পাশাপাশি বড় অংকের রাজম্ব আয় থেকেও সরকার বঞ্চিত। অন্যদিকে পার্কের পর্যটকদের নিরাপত্তা বিষয়টিও ভাবিয়ে তুলেছে। বখাটে যুবকের উৎপাত ও ছিনতাইয়ের ঘটনায় একাধিক দর্শনার্থীর হেনস্থ হওয়ারও ঘটনা ঘটেছে। এ পাহাড়ের উত্তর পাশ লাগোয়া হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত্তম তীর্থস্থান চন্দ্রনাথধাম অবস্থিত। পাহাড়ে সর্বোচ্চ চুঁড়ায় রয়েছে চন্দ্রনাথ মন্দিরসহ ছোট-বড় ৪০টি বিভিন্ন দেব-দেবীর বিগ্রহ ও মঠ-মন্দির।
বাংলাদেশের এক মাত্র শিপ ব্রেকিং ইয়ার্ড সীতাকুণ্ডে অবস্থিত। এই শিপ ব্রেকিং ইয়ার্ড দেখার জন্য দেশি -বিদেশি শত শত পর্যটক এখানে আসেন। উপজেলার ভাটিয়ারীতে রয়েছে গলফ ক্লাব ,সানসেট পয়েন্ট, কপি ২৪ সহ আকর্ষনীয় লেক। এখানে প্রতিদিন শত শত পর্যটক ভ্রমনের জন্য আসেন। এখান থেকে সূর্য অস্তিমিত হওয়ার দৃশ্য অবলোকন করা যায়। বিশেষ করে স্থানটি কলেজ পড়–য়া ছাত্র- ছাত্রীদের জন্র আকৃর্ষনী। তবে এলাকাটি মিলিটারী একাডেমীর বিশেষ সংরক্ষিত হওয়ায় নির্দিষ্ট সময় ব্যতিত দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে।
পশ্চিমে কুমিরা সমুদ্রের বেলাভুমি সন্দ্বীপ চ্যানেলে স্বপরিবারে ভ্রমনও দুর্লভ সুযোগ থাকলেও কাঠামোগত উন্নয়ন না হওয়ায় এখানে তেমন পর্যটন পরিবেশ গড়ে উঠেনি। এছাড়া ফৌজদারহাটের সমুদ্র বেলা ভুমিতেও পর্যটন পিয়াসীদের হাতছানি দিচ্ছে ।
এছাডাও আছে সীতাকুন্ড বেডী বাঁধের দৃশ্য যা সৌন্দর্যপিপাসুদের খুবই আকৃষ্ট করে !!
মহানগর বেডী বাঁধের দৃশ্য !!
ম্যানগ্রোভ ফরেস্ট , মহানগর বেডী বাঁধে !!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪