কিছুদিন আগে চতুর্থ বারের মত ঘুরে এলাম সেন্টমার্টিন থেকে,প্রতিবারই ঘুরা শেষ করে যখন কুমিল্লা ফিরে আসি তখন সবার আগে যে কথাটা মনে হয় তা হল,আবার কবে যাব!!অনেকেই সিদ্ধান্ত নিতে পারেনা বাংলাদেশ এর সবচেয়ে সুন্দর জায়গা কোনটা?বান্দরবন নাকি সেন্টমার্টিন।যেহেতু আমি বান্দরবন ১বার গিয়েছি এবং পুরোটা ঘুরা হয়নি তাই আমার কাছে বেস্ট হচ্ছে সেন্টমার্টিন।আগে যতবার গেছি তখন ফটোগ্রাফি কি জানতাম না,এখন কিছুটা জানি এবং ফটোগ্রাফি করার চেষ্টা করছি।আমার তোলা কিছু ছবি।ভাল লাগলে একটা কমেন্ট দিবেন,খারাপ লাগলে দুইটা কমেন্ট দিবেন।
অকৃত্রিম ভালবাসা......
ধরণীর দিকে অপলক মুগ্ধ দৃষ্টি,
ইতি টেনেছে রজনীর নিঃশ্বাসে।
ছড়িয়ে দিয়েছে অকৃত্রিম ভালবাসা,
হৃদয়ের নিগূঢ় বিঃশ্বাসে।
এই খালি চেয়ারগুল প্রবলভাবে টানে।
আকাশ ও মেঘমালা।
প্রবাল কপাটে বন্দি সমুদ্র জল।
নীল নীলে ডুবে যেতে ইচ্ছে করে।
আল্লাহু আকবার।
ছবিটি থেকে মনে হয় আমাদের কিছু শিখার আছে।
পালাবি কোথায়।
অনেক্ষন পিছনে পিছনে দৌড়ে শেষ পর্যন্ত ছবি তুলতে সফল হলাম।
ছবিটা দেখলেই আমার একটা স্নিগ্ধ ভাব এসে যায়।কি বলেন?
একা।
ঝিনুক ফোটা সাগর তীরে।
শূন্যতা।
আমার কয়েকজন বন্ধু,যারা তাদেরকে বাদ দিয়ে অন্নান্য জিনিসের ছবি তোলার অপরাধে আমাকে ধরতে আসছে।
সবাইকে ধন্যবাদ ও সূভ সকাল।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:৫৯