প্রেমের গনিততত্ত্ব
ফজলুল মিরাজ
স্বর্গের কল্পদুত এসে
কুমারীর ললাটে আঁকা ভাগ্যলিপির পাঠোদ্ধারে
আমার নিয়তির পরিলিখন জড়ালো ।
এক ভাগ্যাকাশের প্রনয়লীলা ঘোষণা করে বললো
পথ চল যুগল অসম সফল ,
তারপর দুই দিয়ে ভাগ কর
সুখ দুঃখ হাসি কান্না ।
আমার অস্থির লাগে
এতটা কাঁচা আমি সুখ দুঃখের গনিততত্ত্বে।
বসে ভাবলুম
যিনি বিধাতা তিনি কি তা ঠিকমত করেছেন বন্টন।
না তিনি ভুল করেন না
তাকে না বোঝার ক্ষমতাই আমার অক্ষমতা।
অতঃপর আমি প্রেমের অংকে গিয়ে বুঝলাম
এ বড়ই কঠিন বিদ্যা , দুরূহ সমাধান।
দুরন্ত মেধাবী সারথির আশায়
আমি সকল অংক সহজ করে ফেলি ।
যোগ বিয়োগের প্রেম
পুরন ভাগের প্রেম।
দুইয়ে দুইয়ে যোগ বিয়োগ পুরন ভাগ যাই করি
ফলাফল দুই হয় , অবশিষ্ট দুই থাকে।
তোমার আমার সেই গনিততত্ত্বে
তোমাকে আমি ভালবাসার অংকে ভালবাসি
জেনে রেখো-------- ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০০