ইচ্ছে কাব্য
ফজলুল মিরাজ
ইচ্ছের প্রাচীরে , ইচ্ছে রং রংতুলিতে
তোমারই রঙ্গে হৃদয় প্রাচীরে
সাজিয়েছি তোমায় , ইচ্ছে মত ইচ্ছে মত ,
উদ্ভাসিত।
তোমার আমার সেই মেঠো পথ
রং ছড়ানো সবুজ গাঁয়ে
ইচ্ছের ধুলিমাখা স্বপ্ন উড়িয়েছি
ভুবন ঈশ্বরে , মনে পড়ে ?
সেই তুমি আমার তুমি
আর বাধনহীন জলকেলির উম্নাদনা ঘিরে থাকা
মুহুর্তগুলোই সময়ের রাজা ।
ইচ্ছে গুলো সাদাসিধে
অসাবধান রঙ্গে ইচ্ছের অসুবিধে ।
ইচ্ছের সাজা বোঝ কি কখনো ?
ইচ্ছে গুলো আজো রাঙায়
তোমার আমায় , কষ্ট রঙ্গে্র , শ্রেষ্ট রঙ্গে ।
পড়ে থাকে মেঠো পথ সবুজ
উড়ে যায় ধুলি মাখা স্বপ্ন ,
জলকেলিতে ইচ্ছেরা খোজে না তোমায়
খোজে না।
খোজে শুধু অকৃত্তিম তোমার
নিষ্পাপ হাসি
মায়াবীয় ধ্বনি , ভালবাসি , ভালবাসি।।।।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭