তৈলবাজি
ফজলুল মিরাজ
এ জগত সংসারে তৈলের বহুগুন বিদ্যমান । রান্না করেন আর গায়ে মাখেন ইহার যত ব্যাবহার তার চাইতে অধিক ফলপ্রসূ প্রক্রিয়ার নাম তৈলবাজি। তৈল যখন অদৃশ্য ইহা দৃশ্যমান তৈল অপেক্ষা শক্তিশালী । বাঁশকে তৈলাক্ত করিয়া বানরকে ইহাতে চড়াইলে যেমন জটিল গানিতিক সমস্যার সৃষ্টি হয়। তেমনি উক্ত গানিতিক সমাধানে শিক্ষার্থীর জটিল চিন্তার ক্ষমতা অর্জিত হয়। সমাজের প্রতিটি স্তরে ইদানিং তৈলের যত্রতত্র ব্যাবহার। যোগ্যতার প্রাথমিক শর্তই নাকি তৈলবাজি , প্রাথমিক শর্ত পুরনেই যদি ভুল হয় তবে যোগ্যতা যাচাই হবে কিভাবে। বিশেষ জাতিয় এ তরল ব্যাবহারে খুবই সাবধানতা গুরুত্বপূর্ণ , বস্তুটি পিচ্ছিল, নিজের তৈলে নিজে পিছলাইয়া পড়লে কিন্তু বিরাট দুর্ঘটনার সম্ভাবনা থাকিয়া যায়।
একাত্তর সালে এবং পূর্ববর্তীতে কতিপয় বাঙ্গালী পাকিস্থানীদের এই তৈলই মর্দন করিয়াছিল। তৈল মর্দন করিতে গিয়াই তাহারা ভাল মানুষগুলো খুনিতে পরিনত হন। তাই আমরা বলতে পারি তৈল আপনার চরিত্রকে বদলাইয়া দিতে পারে।
তৈলের সঠিক ব্যাবহারেই কিন্তু স্বাধীনতার বিরোধিরা , স্বাধীন দেশের মন্ত্রি হইয়াছিল। অতঃপর আমরা বলতে পারি তৈল আপনাকে মন্ত্রিত্ব পর্যন্ত দিতে পারে।
পাপে নাকি বাপেরে ও ছাড়ে না , ছাড়ে নাই । তৈলবাজির নেতারা যখন কাঠগড়ায়, সারা দেশে যখন তাদের বিচারের দাবিতে গনজোয়ার হয়। পাপের শাস্তি যখন নিশ্চিত হয় তখন আমরা বলতে পারি অপাত্রে তৈল মর্দনের ফলাফল কিন্তু ভয়ানক।
আওয়ামী সরকারের বিগত আমলে নাকি তৈলবাজি করিয়া অনেকে মন্ত্রি হইয়া পরে সরিয়া যাইতে হইয়াছিল। অতপর বলা যায় অযোগ্য লোকের তৈলের ফলাফল কিন্তু দীর্ঘ স্থায়ী নয়।
আজ আমার তৈল বাজি আমাদের প্রিয় দুই নেতৃকে। আপনারা বিশাল জন গুষ্টির কান্ডারি । আমরা আমাদের এত সমস্যার মধ্যে আপনাদের মত নেতৃত্বে ধন্য । আপনাদের এক ডাকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমে আসে । তারপর যে যানজট হয় তাতে কোটি কোটি লোকের দুর্ভোগ হয়। তবু ও আপনারা এ দেশটাকে এগিয়ে নেয়ার যে শপথ , ত্যাগ নিয়ে জীবন পন সংগ্রামে আছেন তার প্রশংসা করার মত ভাষা নেই। সকল আত্নত্যাগ এবং পরিশ্রমের মূল লক্ষ জাতি হিসাবে আমরা হব অনবদ্য। যদি তা না হয় আপনাদের সকল ত্যাগ মুল্যহীন।
সম্প্রতি এক বিশ্লেষণে এসেছে ২০২০ সাল নাগাদ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে এবং ২০৫০ সাল নাগাদ উন্নত বিশ্বকে ছাড়িয়ে যাবে। এর পরই শুরু হল জ্বালাও , পোড়াও , ভাংচুর, এটা কার চক্রান্ত, আর চক্রান্তকারিরা হাতিয়ার হিসাবে আপনাদেরই ব্যাবহার করছে ।
মাননীয় নেত্রি বৃন্দ , আপনারা আপনাদের দলের এবং দেশের সর্বময় ক্ষমতার অধিকারি। কোটি কোটি লোক আপনাদের সমর্থন করে । সবাই তো আর বোকা না । হয়তো বা সমালোচকরা ই বোকা । বোকারা স্বপ্ন বেশি দেখে , আমি ও দেখি, প্রতিটি বাংলাদেশি দেখে । সমাজ সংস্কারের স্বপ্ন , উন্নত জাতিয়তাবোধের স্বপ্ন, অহিংস রাজনীতির স্বপ্ন, আধুনিক সমাজের স্বপ্ন। আপনারা বুদ্ধিমতি , আপনাদের কাছে আমাদের স্বপ্নগুলি , আপনাদের নিয়েই আমাদের স্বপ্নগুলি ...।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৪ বিকাল ৫:১১