বন্দনাতিলক [] ফকির ইলিয়াস
..........................................................................
নূপুরনেশায় বুদ হয়ে থাকি।যেজন নেচেছে সারারাত
জানতে চাই তার নাম।সে কোনও উত্তর না দিয়ে বরং
বলে উঠে- আরে ঠাকুর! আপনিও এই হেরেমে!
কিছুটা লজ্জা পেয়ে আমি উপরে টাঙানো সামিয়ানার
দিকে তাকাই। দেখি - আকাশের যৌনজ চিত্র এঁকেছে
যে চিত্রকর, সে আমার প্রতিবেশী ছিল অন্যজনমে।
আমি আমার
স্মৃতিতালিকায় পুনরায় যোগ-বিয়োগ শুরু করি।
কামনেত্র জড়িয়ে আছে যে বন্দনাতিলকে,
আবারও সাহসী হই
প্রপাতে ভেসে উঠা পালকের ডানাচিহ্ন দেখে।
@
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
১. ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮ ০