হেমন্তের ঘাসমেঘ [] ফকির ইলিয়াস
................................................................
কতদিন দেখিনি ধানের ধনুক, উড়ে গেছে তীর
ভেদ করে মাঠ আর শস্যঘেরা সবুজ প্রাচীর
তোমাদের প্রিয় মেঘ -যে আকাশ রঙে ঢেকে রাখে
শিশুরা আবেগ ভরে, পেন্সিলে- মাতৃভূমি আঁকে।
দেখিনি প্রাণের দোলা, পড়ন্ত কার্তিকের নদী
হয়নি দেখা সেই পথ, আনন্দে কৃষকের গান
শোনা হয়নি। বড় বিরহী মুদ্রা কাছে নিয়ে
গুণতেও যাচ্ছি ভুলে- ঢেউঘেরা পাঁজর-পাষাণ।
কতভাবে ভ্রমকল্পে কেটে যাচ্ছে অবাধ্য জীবন
হায় মতি- হায় মুক্তো,
কতটা সাহসী হলে আমি পাবো 'বিবিধ রতন'।
@
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩২